Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যপারুল লাইব্রেরী'র উদ্যোগে পূর্ণ রাজ্যপ্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত হল স্মারক...

পারুল লাইব্রেরী’র উদ্যোগে পূর্ণ রাজ্যপ্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিত হল স্মারক গ্রন্থ ‘ সুবর্ণ ত্রিপুরা’

নমস্কার । আজ পারুল লাইব্রেরী’র উদ্যোগে পূর্ণ রাজ্যপ্রাপ্তির পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষ্যে প্রকাশিতব্য স্মারক গ্রন্থ ‘ সুবর্ণ ত্রিপুরা ‘ – এর আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষ্যে মঞ্চে উপবিষ্ট অনুষ্ঠানের সভাপতি — বিশিষ্ট লেখক ও গবেষক শ্রী নকুল দাশ মহোদয় – অনুষ্ঠানের প্রধান অতিথি — ত্রিপুরা সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাননীয় অধিকর্তা শ্রী রতন বিশ্বাস মহোদয় ● সম্মানীয় অতিথি— এস.এম শামীম আক্তার মহোদয় , উপ পরিচালক , বাংলাদেশ শিল্পকলা – একাডেমী , সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় , বাংলাদেশ সরকার ত্রিপুরা সরকারের সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির সদস্য শ্রী সুব্রত চক্রবর্তী মহোদয় • বিশিষ্ট লেখক ও গবেষক শ্রী শ্যামল চৌধুরী মহোদয় । • স্মারকগ্রন্থের সম্পাদক রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিক মহোদয় সকলকে সশ্রদ্ধ সম্ভাষণ জানাচ্ছি । ৪০ তম আগরতলা বইমেলা উপলক্ষ্যে পারুল লাইব্রেরী’র পক্ষ থেকে সকল লেখক – লেখিকা , পাঠক , পুস্তক প্রেমী , প্রকাশক সহ সকলকে শুভকামনা জানাচ্ছি । এ বছরটি ত্রিপুরাবাসী হিসেবে আমাদের সকলের কাছে গৌরবের । পূর্ণ রাজ্য প্রাপ্তির সুবর্ণজয়ন্তী বর্ষ । এ বছর বই মেলায় ত্রিপুরা সরকার যে থিম রেখেছে তা হল ‘ আমার ত্রিপুরা , আমার গর্ব ’ । এই বিষয়টিকে মাথায় রেখে ত্রিপুরার পূর্ণ রাজ্যপ্রাপ্তির সুবর্ণজয়ন্তী বর্ষে ত্রিপুরার ইতিহাস , সংস্কৃতি , রাজন্যআমল , লোকসংস্কৃতি , উপজাতি কৃষ্টি , রবীন্দ্রনাথ ও ত্রিপুরা থেকে শুরু করে ত্রিপুরার কৃষ্টি ও পরম্পরা নিয়ে ১৫ জন গুণী লেখক লেখিকার সমৃদ্ধ লেখা নিয়ে এই স্মারক গ্রন্থটি প্রকাশ করতে চেষ্টা করেছি । এর মূল উদ্দেশ্য , আগামী প্রজন্মের কাছে আমাদের রাজ্যের গৌরব গাঁথাকে তুলে ধরা । তারা যাতে যথার্থভাবেই বলতে পারে আমার ত্রিপুরা , আমার গর্ব । যে সমস্ত গুণী লেখক লেখিকারা এই স্মরকগ্রন্থে তাঁদের লেখা দিয়েছেন তাঁদের সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি । কৃতজ্ঞতা জানাচ্ছি ‘ সুবর্ণ ত্রিপুরা স্মারক গ্রন্থের সম্পাদক রাজ্যের বিশিষ্ট সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব অমিত ভৌমিকের প্রতি যিনি এই স্মারক গ্রন্থের সম্পাদনার দায়িত্ব গ্রহণ করে আমাদের কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছেন । পারুল লাইব্রেরী’র প্রাণপুরুষ প্রয়াত শ্রীপতি সাহার নামাঙ্কিত স্মৃতিসন্মান আমরা ‘ সুবর্ণ ত্রিপুরা ’ – র সম্পাদক অমিত ভৌমিককে প্রদান করার উদ্যোগ নিয়েছি । সেই সঙ্গে সেই স্মারক গ্রন্থের সকল লেখক লেখিকাদেরকেও আমরা সংবর্ধনা জ্ঞাপন করবো । কৃতজ্ঞতা জানাই সমস্ত সম্মানিত অতিথিদের যারা তাঁদের অমূল্য সময় নষ্ট করে স্মারক গ্রন্থ প্রকাশের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন । এই স্মরক গ্রন্থটি বোদ্ধা পাঠক ও ত্রিপুরা সম্পর্কে জানতে আগ্রহীদের সহায়তা করবে বলে বিশ্বাস করি । সর্বশেষে গর্বের সাথে বলি , আমার ত্রিপুরা আমার গর্ব , ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

1 × two =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য