শুক্রবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয় । এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য ও দলের মিডিয়া ইনচার্জ সুনিত সরকার । এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপি সভাপতি তথা সাংসদ রাজিব ভট্টাচার্য বলেন বিগত দিনে জাতিভিত্তিক জনগণনা’কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তাঁর সহযোগী ইন্ডি জোট। কিন্তু মোদী সরকারের সিদ্ধান্তের ফলে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছবে। কেননা বিগত দিনে জাতিভিত্তিক জনগণনা’কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে কংগ্রেস এবং তাঁর সহযোগী ইন্ডি জোট। কিন্তু মোদী সরকার সমাজের পিছিয়ে পড়া জনগনের কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছে। কারণ, পিছিয়ে পড়া জনগণের উন্নয়ন হলেই দেশের উন্নয়ন হবে। পাশাপাশি তিনি জানান জাতিভিত্তিক জনগননা নিয়মিত জনগণনার অন্তর্ভুক্ত ছিল না। কিছু রাজ্য স্বতন্ত্রভাবে জাতিভিত্তিক সমীক্ষা চালিয়েছে, যার মধ্যে কয়েকটি স্বচ্ছভাবে হলেও, অনেক ক্ষেত্রেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল এবং তাতে সমাজে বিভ্রান্তি ছড়িয়েছে। এরই পরিপ্রেক্ষিতে জাতি-ভিত্তিক তথ্যকে জাতীয় জনগণনার অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার।