Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যসচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডার্লৎ সম্প্রদায়ের প্রতিনিধিদের সৌজন্যমূলক সাক্ষাৎ

সচিবালয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ডার্লৎ সম্প্রদায়ের প্রতিনিধিদের সৌজন্যমূলক সাক্ষাৎ

রাজ্যের ডার্লং সম্প্রদায়ের এক প্রতিনিধি দল আজ সন্ধ্যায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন । প্রতিনিধি দলটি মুখ্যমন্ত্রীকে পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জ্ঞাপন করেন । রাজ্যের ডার্লং সম্প্রদায় তপশিলি জনজাতিভুক্ত তালিকায় অর্ন্তভুক্ত হওয়ায় মুখ্যমন্ত্রী তাদের আন্তরিক শুভেচ্ছা জানান । পাশাপাশি রাজ্যের জনজাতি অংশের জনগণের কল্যাণে রাজ্য সরকার যে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে তা তিনি আলোচনাকালে তুলে ধরেন । সৌজন্যমূলক সাক্ষাৎকারের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ডার্লং সমাজের সভাপতি এস কে ডার্লং জানান , ১৯৯৫ সাল থেকে ডার্লং জনগোষ্ঠিকে কুকি উপজাতির সাব – ট্রাইব হিসেবে তালিকাভুক্ত করার দাবি জানানো হচ্ছিল । কিন্তু রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের আন্তরিক প্রচেষ্টায় ডার্লং জনগোষ্ঠি কুকি উপজাতির সাব – ট্রাইব হিসেবে স্বীকৃতি পেয়েছে । সেজন্য তারা মুখমন্ত্রীকে ধন্যবাদ জানানোর উদ্দ্যেশে এসেছেন বলে তিনি সাংবাদিকদের জানান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য