বুধবার প্রকাশিত হল ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরিক্ষার ফলাফল । এবছর মাধ্যমিকে উত্তীর্ণের সংখ্যা ২৫৬৭৩ জন ৮৬.৫৩ শতাংশের হারে এবং উচ্চমাধ্যমিকে ১৭০৫২ জন ৭৯.২৯ শতাংশে। জেলাভিত্তিক পাশের হারে মাধ্যমিকে দক্ষিণ ত্রিপুরা এবং উচ্চ মাধ্যমিকে সিপাহিজলা জেলা শীর্ষে রয়েছে । ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই তথ্য জানান ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ড. ধনঞ্জয় গণ চৌধুরী । এদিন সংবাদ মাধ্যমকে পর্ষদ সভাপতি জানান এবছর মাধ্যমিকে ২৯৬৭০ জন পরীক্ষা দিয়েছে। তাঁদের মধ্যে ১৩৮৬১ জন ছাত্র এবং ১৫৮০৯ জন ছাত্রী রয়েছে এবং উচ্চ মাধ্যমিকে ২১৫০৬ জন ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। তাদের মধ্যে ৯৯২০ জন ছাত্র এবং ১১৫৮৬ জন ছাত্রী রয়েছে। তাছাড়া এদিন ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সচিব ডঃ দুলাল দে জানিয়েছেন, এ বছর মাধ্যমিকে শারীরিকভাবে দুর্বল ১৬৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১১০ জন পাশ করেছে। অপরদিকে উচ্চমাধ্যমিকে ৯০ জন পরীক্ষার্থীর মধ্যে ৭০ জন পাশ করেছে বলে ।