Friday, October 18, 2024
বাড়িখবররাজ্যসিপাহীজলা জেলাভিত্তিক সুস্থ শৈশব - সুস্থ কৈশোর অভিযান

সিপাহীজলা জেলাভিত্তিক সুস্থ শৈশব – সুস্থ কৈশোর অভিযান

অফিসটিলা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গত ২১ মার্চ বিশালগড় মহকুমা হাসপাতালের উদ্যোগে সিপাহীজলা জেলাভিত্তিক মুখ্যমন্ত্রী সুস্থ শৈশব – সুস্থ কৈশোর অভিযান -২.০ কর্মসূচির সূচনা হয় । উক্ত কর্মসূচিতে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলাশাসক বিশ্বশ্রী বি , জেলা সভাধিপতি সুপ্রিয়া দাস , জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ রঞ্জন বিশ্বাস , বিশালগড় মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাঃ জ্যোতির্ময় দাস , সুস্থ শৈশব – সুস্থ কৈশোর অভিযান -২.০ এর স্টেট নোডাল অফিসার ডাঃ মৌসুমী ঘোষ , সুস্থ শৈশব – সুস্থ কৈশোর অভিযান -২.০ এর জেলা নোডাল অফিসার ডাঃ অন্তরা বণিক , জেলা ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্যোসাল এডুকেশন ডাঃ চন্দনা বিশ্বাস ও ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার হাবুল লোধ , বিশালগড় মিউনিসিপল কাউন্সিলের চেয়ারম্যান অঞ্জন পুরকায়স্থ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক । এই অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ এই সুস্থ শৈশব – সুস্থ কৈশোর অভিযান -২.০ এর সফল বাস্তবায়নের জন্য সকলকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান । ২১ মার্চ থেকে আগামী ২৮ মার্চ পর্যন্ত উক্ত কর্মসূচির অধীনে জেলার শূন্য থেকে ১৯ বৎসরের সমস্ত শিশু সহ কিশোর ও কিশোরীদেরকে ভিটামিন – এ , জিঙ্ক টেবলেট , আয়রন ফলিক অ্যাসিড টেবলেট , অ্যালবেন্ডাজল টেবলেট ও ওআরএস ইত্যাদি প্রদান করা হচ্ছে ও খাওয়ানো হচ্ছে । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 − 2 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য