বিশালগড় মহকুমা হাসপাতালের উদ্যোগে বিশালগড় মহকুমা হাসপাতালের সেমিনার হলে গত ২২ মার্চ সিপাহীজলা জেলাভিত্তিক একদিনের টিবি রোগের উপর প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় । এই কর্মসূচিতে জেলার বিভিন্ন প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র , সামাজিক স্বাস্থ্যকেন্দ্র ও মহকুমা হাসপাতাল থেকে মোট ২১ জন এমপিএস অংশগ্রহণ করেন । এই কর্মসূচিতে প্রশিক্ষণ প্রদান করেন জেলা ডিটিও ডাঃ মৌসুমী ঘোষ । তাতে উপস্থিত সকলকে টিবি রোগের লক্ষণ , উপসর্গ দেখা দিলে প্রথমে কি করণীয় , টিবি রোগের চিকিৎসা পদ্ধতি ও চিকিৎসা পরিষেবা চলাকালীন রোগীর পুষ্টির জন্য নিক্ষয় পোষণ যোজনার মাধ্যমে প্রদেয় মাসিক আর্থিক অনুদান সম্পর্কে অবহিত করা হয় । উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসটিএস শঙ্কর চন্দ্র পাল ও ব্রিজেশ বিশ্বাস । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।



