Friday, August 8, 2025
বাড়িখবররাজ্যসংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের ধিক্কার কর্মসূচি

সংস্কার ভারতী ত্রিপুরা প্রান্তের ধিক্কার কর্মসূচি

মঙ্গলবার জম্মু-কাশ্মীরে যে বর্বরোচিত জঙ্গি হামলার ঘটনা ঘটেছে, এবং এই ঘটনায় একটি বিশেষ সম্প্রদায়ের পর্যটকদের বেছে বেছে হত্যা করা হয়েছে এই ঘটনার নিন্দা জানানো হচ্ছে দেশ জুড়ে। এর বাইরে নয় ত্রিপুরা রাজ্যও। নৃশংস এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাজধানী আগরতলার উজ্জয়ন্ত প্রসাদের সামনে ত্রিপুরা সংস্থার ভারতী ত্রিপুরার প্রান্ত প্রতিবাদ সভা করা হয় । এই দিন সংস্কার ভারত ত্রিপুরা প্রান্তের সদস্যরা প্লে কার্ড ও মুখে কালো ব্যাচ ধারন করে ঘটনার নিন্দা জানান।এই দিন সংগঠনের মহামন্ত্রী সর্বাণী দাস দত্ত কাশ্মীরের এই ঘটনার নিন্দা জানাতে গিয়ে বলেন, যারা এমন নির্মম ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন সরকার খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করে। আগামী দিনে যাতে এ ধরনের আরেকটিও ঘটনা না ঘটে তার জন্য সরকারকে পদক্ষেপ গ্রহণের আহ্বান।তিনি আরোবলেন বেছে বেছে হিন্দুদের নির্মমভাবে হত্যা করেছে দোষীদের চিহ্নিত করে শাস্তি প্রদান করার জন্য সেই সঙ্গে তিনি এই ঘটনায় মৃত পর্যটকদের আত্মার সদগতি এবং তাদের পরিবার-পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

8 + 18 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য