Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যমানিক দেববর্মা পাড়া উপস্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ স্বাস্থ্য শিবির

মানিক দেববর্মা পাড়া উপস্বাস্থ্যকেন্দ্রে আয়ুষ স্বাস্থ্য শিবির

মুঙ্গিয়াকামি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের উদ্যোগে মানিক দেববর্মা পাড়া উপস্বাস্থ্যকেন্দ্রে গত ২২ মার্চ এক আয়ুষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয় । এই শিবিরে স্বাস্থ্যকর্মীরা এলাকার মোট ৪৫ জনকে স্বাস্থ্য পরীক্ষা করা হয় । এদের মধ্যে তিনজনের জ্বর , একজনের পেটের অসুখ , সাতজনের চর্মরোগের সমস্যা , পাঁচজনের শ্বাসকষ্টের সমস্যা এবং বাকিদের অন্যান্য উপসর্গ ছিল । উক্ত শিবিরে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ডাঃ প্রদীপ মল্লিক উপস্থিত সকলকেকে স্বাস্থ্য পরীক্ষার পর বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করেন । স্বাস্থ্যকর্মীরা এই শিবিরে উপস্থিত সকলকে ডায়ারিয়া , ম্যালেরিয়া , ডেঙ্গু , বিভিন্ন ধরনের সংক্রামক ও অসংক্রামক রোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতামূলক আলোচনা করে পরামর্শ প্রদান করেন । উক্ত শিবিরে উপস্থিত ছিলেন এমপিডব্লিও বিনতা দেববর্মা , ল্যাব টেকনিশিয়ান হাসিনা দেববর্মা এবং জিডিএ সুধা রাণী দেববর্মা । পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তর থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয়েছে ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty + 15 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য