Thursday, April 17, 2025
বাড়িখবররাজ্যগ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সিপিএমের ধিক্কার মিছিল

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীতে সিপিএমের ধিক্কার মিছিল

রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধি এবং পেট্রোপণ্যের উপর থেকে আন্ত শুল্ক প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার রাজধানীতে প্রতিবাদ রেলি সংঘটিত করল সিপিআইএম দলের সদর মহকুমা কমিটি। এই র‍্যালির নেতৃত্বে ছিলেন সিপিআইএম সদর মহকুমা কমিটি সম্পাদক শুভাশিস গাঙ্গুলী ।প্রতিবাদ মিছিলটি মেলার মাঠ থেকে শুরু হয়ে রাজধানীর বিভিন্ন পথ পরিক্রমা করে ।রেলি থেকে অবিলম্বে গ্যাসের মূল্য বৃদ্ধি প্রত্যাহারের দাবি জানানো হয় ।এদিন এই কর্মসূচি প্রসঙ্গে সিপিআইএম সদর মহকুমা কমিটির সম্পাদক শুভাশিস গাঙ্গুলী জানান, ট্রাম্প দ্বিতীয় দফায় নির্বাচিত হওয়ার পর থেকে বিশ্বব্যাপী শুল্কযুদ্ধ শুরু হয়েছে ।এতে অর্থনৈতিক সংকট তীব্র আকার ধারণ করেছে। সোমবার শেয়ার বাজারে প্রায় কুড়ি লক্ষ কোটি টাকার উপর ধস নেমেছে ।বিশ্বব্যাপী অর্থনৈতিক পরিস্থিতি যখন চরম আকার ধারণ করেছে তখন মোদি সরকার সোমবার রাতে এক ধাক্কায় গ্যাসের মূল্য 50 টাকা বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। পাশাপাশি পেট্রো পণ্যের উপর আন্ত শুল্ক বৃদ্ধি করার সিদ্ধান্ত গ্রহণ করেছে মোদি সরকার ।যার অর্থ হল কিছুদিনের মধ্যে পেট্রোল-ডিজেলের মূল্য বৃদ্ধি হচ্ছে ।এই দুই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতেই এই প্রতিবাদ রেলি সংঘটিত করা হচ্ছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nineteen + six =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য