নেশা বিরোধী অভিযানে সাফল্য অব্যাহত রাজ্যের পুলিশ প্রশাসনের । আবারো পুলিশের জালে আটক এক নেশা কারবারী । জানা গিয়েছে গোপন সুত্রে খবর পেয়ে রাজধানীর বটতলা বাজার এলাকা থেকে ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে আগরতলা পশ্চিম থানার পুলিশ। আটকৃত ব্যাক্তির নাম মঙ্গল দীপ বিশ্বাস । এদিন পুলিশের এই সাফল্যের কথা জানান এসডিপিও দেবপ্রসাদ রায় । তিনি জানিয়েছেন অভিযুক্তের কাছ থেকে উদ্ধার হয়েছে ২০০০ ইয়াবা ট্যাবলেট যার বাজার মূল্য আনুমানিক আড়াই লক্ষ টাকা । এছাড়াও এদিন তিনি জানান এর আগেও অভিযুক্ত মঙ্গল দীপ বিশ্বাস মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় ২০২৩ সালে একটি মামলায় জেল খেটেছেন বলে । শুক্রবার অভিযুক্তকে আদালতে প্রেরন করা হবে এবং রিমান্ডের আবেদন জানানো হবে ও জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই ঘটনায় আর কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়ে অবগত হবেন এবং আগামীদিনেও এ ধরনের অভিযান জারী থাকবে বলে জানান তিনি ।