Saturday, April 12, 2025
বাড়িখবররাজ্যভয়াবহ পথ দূর্ঘটনায় নিহত যুবক

ভয়াবহ পথ দূর্ঘটনায় নিহত যুবক

শুক্রবার সকাল আটটা নাগাদ আমতলী থানার অন্তর্গত ত্রিপুরা বিশ্ববিদ্যালয় এর মূল ফটকের সামনে আগরতলা সাব্রুম জাতীয় সড়ক ধরে বাইক নিয়ে যাচ্ছিল এক যুবক। তখন দ্রুতগতিতে আসা যুবকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরির সাথে দুর্ঘটনার কবলে পড়ে যুবকটি লরির চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে ঘটনার প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে খবর দেওয়া হয় আমতলী থানায় এবং বাধারঘাট অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং আমতলী থানার পুলিশ। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা লরির চাকার নিচ থেকে যুবকটিকে উদ্ধার করে হাপানিয়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা যুবকটির সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর মৃত বলে ঘোষণা করে। যদিও খবর লেখা পর্যন্ত যুবকটির নাম এবং পরিচয় জানা যায়নি। এদিকে আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্ঘটনাগ্রস্থ লরি এবং বাইক উদ্ধার করে থানায় নিয়ে আসে। বর্তমানে বাইক চালকের মৃতদেহ হাঁপানিয়া হাসপাতাল মুরগে।ময়না তদন্তের জন্য রাখা হয়েছে। এদিকে ঘটনার পর লরি চালক ঘটনাস্থল থেকে গা ঢাকা দিয়েছে বলে খবর । এই ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি মামলা নথিভুক্ত করে ঘাতক লরি চালককে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য