Thursday, April 3, 2025
বাড়িখবররাজ্যচুরি যাওয়া সামগ্রীসহ পুলিশের হাতে আটক ৪ চোর

চুরি যাওয়া সামগ্রীসহ পুলিশের হাতে আটক ৪ চোর

গত ২৫শে মার্চ রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে শিবনগর কলেজ রোড এলাকায় নারায়ণ চন্দ্র পালের বাড়িতে চুরের দল হানা দেয় , হানা দিয়ে নগদ ৪০ হাজার টাকা , কিছু রুপোর কয়েনসহ স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দেয় চুরের দল । এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে আগরতলা পূর্ব থানায় একটি মামলা করা হয় । পুলিশ মামলা গ্রহন করে ময়দানে নেমে পরেন এবং এই ঘটনার সাথে জড়িত ৪জনকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার ও ক্যাশ টাকা সহ আটক করতে সক্ষম হন । পুলিশের এই সাফল্যের কথা জানান পুলিশ সুপার ডঃ কিরণ কুমার কে। এদিন পুলিশ সুপার সংবাদ মাধ্যমকে জানান মামলা পেয়ে পূর্ব থানার পুলিশ আধিকারীকসহ পুলিশের একটি দল অভিযানে নামে এবং সদ্য সাজা শেষে জেল থেকে রেহাই পাওয়া আকাশ দে কে আটক করে এবং পরবর্তী সময় বটতলা , ঊষাবাজার এবং রাজনগর এলাকা থেকে বাকি তিনজনকে আটক করা হয় যার মধ্যে একজন মেয়ে বলে জানান । তাছাড়া আটকৃত ব্যাক্তিদের কাছ থেকে উদ্ধার করা হয় চুরি যাওয়া সেইসব সামগ্রী যার বাজারমূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে বলে জানান । তাছাড়া কিছু রুপোর কয়েন ও স্বর্ণের চেইন বাকি রয়েছে যা পুলিশ তদন্তক্রমে বের করা হবে বলে জানান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

nine + eight =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য