Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধী সিপিআইএম -...

রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে প্রয়াস চালিয়ে যাচ্ছে বিরোধী সিপিআইএম – পদ্মলোচন ত্রিপুরা

শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদক বিপিন দেববর্মা এবং এমডিসি পদ্মলোচন ত্রিপুরা। এদিন শ্রী ত্রিপুরা বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সরকারের জনস্বার্থে পেশ করা ঐতিহাসিক বাজেটের উপর আলোচনার সময় রাজ্য বিধানসভার পরিষদীয় মন্ত্রী রতন লাল নাথের সাথে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী যে মতবিরোধ তার তীব্র নিন্দা জানান। তিনি বলেন এই মত বিরোধের ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে বিরোধী সিপিআইএম। তাদের কাছে বর্তমানে রাজ্যে শাসিত বিজেপি আইপিএফটি এবং তিপ্রামথা জোট সরকারের বিরুদ্ধে বিরুদ্ধে কোন ইস্যু নেই, তার জন্য জনস্বার্থ বাজেট অধিবেশন চলাকালীন জাতপাত নিয়ে মন্তব্য করে রাজ্যের শান্তি সম্প্রীতি বিনষ্ট করার প্রয়াস চালাচ্ছে।

এছাড়া তিনি বলেন রাজ্য বিধানসভার পরিষদীয় মন্ত্রী উনার জাত মন্তব্যে সিপিআইএমের জাত, কমিউনিস্টদের জাত বলে উল্লেখ করার চেষ্টা করেছেন। এখানে কোন জাতি গোষ্ঠীকে খাটো করা হয়নি, কেননা প্রস্তাবিত বাজেটে রাজ্যের ১৯ টি জনজাতি গোষ্ঠীর স্বার্থে যে বাজেট রেখেছেন তা প্রশংসনীয়। সুতরাং আমাদের লক্ষ্য এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে রাজ্যকে ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ আসনে বসানো এবং ভারতবর্ষকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠত্বের আসনে বসানো। কিন্তু তা বিরোধী সিপিআইএমের সহ্য হচ্ছে না তাই রাজ্যের কালো অধ্যায় ১৯৮০ সনের পূর্ণাঙ্গ রূপ দিতে মরিয়া হয়ে উঠেছেন।

এছাড়া এদিন তিনি আরো বলেন জাতপাত নিয়ে রাজনীতি করা সিপিআইএমের রক্তে ছিল। ভারতীয় জনতা পার্টির রক্তে তা নেই, কেননা ভারতীয় জনতা পার্টির মূলমন্ত্র হলো সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াস। আর বিরোধী সিপিআইএমের লক্ষ্য হলো উগ্রপন্থা তৈরি করা, জাতপাত নিয়ে ভেদাভেদ সৃষ্টি করা। সুতরাং তাদের এই নোংরা চিন্তাধারা সম্পর্কে এ রাজ্যের মানুষ অক্ষরে অক্ষরে পরিচিত তাই তাদের এই প্রয়াস এই রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন জনগণ সাফল্য হতে দেবে না বলেও আশা ব্যক্ত করেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

5 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য