আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলেছে চৈত্র মেলা অর্থাৎ রিডাকশন । এই মেলাকে কেন্দ্র করে প্রতি বছরই রাজধানির বিভিন্ন জায়গায় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থান দেওয়া হয় নিজেদের ব্যবসা বানিজ্য চালানোর জন্য । কিন্তু এখানে স্থান পেতে হলে প্রথমে পুর নিগমে আবেদন করতে হয়, পরে নিগম বিচার বিবেচনা করে তাদেরকে কূপনের মাধ্যমে স্থান প্রদান করে । সেই নির্দিষ্ট স্থানেই ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন । প্রতি বছরের ন্যায় এবছরও রাজধানীর শকুন্তলা রোডসহ বিভিন্ন এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ীদের স্থান দেওয়া হয়েছে ,শনিবার সেই স্থানগুলিতে মারকিং করতে দেখা গিয়েছে নিগমের কর্মীদের । এদিন নিগমের এক কর্মী সংবাদ মাধ্যমকে জানান আগামী ১লা এপ্রিল থেকে শুরু হতে চলা চৈত্র মেলাকে কেন্দ্র করে ব্যবসায়ীদের প্রদান করা স্থানগুলিকে মারকিং করা হচ্ছে ব্যবসায়ীরা যেন নিজ নিজ কূপন মারফত প্রাপ্ত জায়গায় যেন ব্যবসা করতে পারে সেই লক্ষে । এ বছর শকুন্তলা রোডে ৪২১টি দোকান, শিশু উদ্যান বিপনি বিতানের সামনে ১০০টি এবং শিশু উদ্যান পুকুর পারে ১৫০টি দোকান বসানোর ব্যবস্থা করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ।