Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যশহরে 21 মার্চের যানজট নিয়ে বিধানসভায় প্রতিক্রিয়া জানালেন বিধায়ক গোপালচন্দ্র রায়

শহরে 21 মার্চের যানজট নিয়ে বিধানসভায় প্রতিক্রিয়া জানালেন বিধায়ক গোপালচন্দ্র রায়

ককবরক ভাষার হরফের দাবিকে সামনে রেখে গত ২১ মার্চ রাজধানীতে সৃষ্ট যানজটের ফলে জনসাধারণের ভোগান্তির জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। এদিন বিধানসভায় এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক জানান, মুখ্যমন্ত্রী এই সমস্যা সমাধানে রবিবার যে উদ্যোগ গ্রহণ করেছেন ,সেই উদ্যোগ আগেই গ্রহন করতে পারতেন।

ককবরক ভাষার রোমান হরফ চালুর দাবিতে গত ২১ মার্চ থেকে গোটা রাজ্যে আন্দোলন সংঘটিত করে তিপ্রা মথার ছাত্র সংগঠন তিপ্রা স্টুডেন্টস ফেডারেশন তথা টিএসএফ ।এই আন্দোলনের অঙ্গ হিসেবে গত 21 মার্চ রাজধানীতে সার্কিট হাউজের সামনে পথ অবরোধ আন্দোলনে বসে সংশ্লিষ্ট ছাত্র সংগঠনের কর্মী সমর্থকরা। এর ফলে গোটা রাজধানীতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। জনগণ চরম ভোগান্তির শিকার হন। বিষয়টি সোমবার বিধানসভার অধিবেশনে উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়। তিনি বলেন ,গত ২১ মার্চের রাজধানী শহরে সৃষ্ট যানজটের বিষয়ে মুখ্যমন্ত্রী প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী। তিনি রবিবার এই আন্দোলন প্রশমনে যে উদ্যোগ গ্রহণ করেছেন তা আরো আগেই গ্রহণ করতে পারতেন ।এদিন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় আরও জানান ,তিপ্রা মথা রাজ্য সরকারের শরিক দল। তাদের ছাত্র সংগঠন যে দাবি উত্থাপন করেছে সেই দাবির প্রতি আমাদের সমর্থন রয়েছে ।এই দাবি ন্যায্য দাবি বলে জানান তিনি।

এদিন বিধানসভায় ২০২৪-২৫ অর্থ বর্ষের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর আনিত এক ছাঁটাই প্রস্তাব নিয়ে বক্তব্য রাখতে গিয়েও সংশ্লিষ্ট বিষয়টি উত্থাপন করেন কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায় ।ছাটাই প্রস্তাবের বিরোধিতা করে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, অতিরিক্ত ব্যয় বরাদ্দ নিয়ে যে বই ছাপানো হয়েছে তাতে কোন সূচিপত্র নেই। এইভাবে বিধানসভায় সাপ্লিমেন্টারি গ্রেন্টের উপস্থাপন করা উচিত নয়। উল্লেখ্য কংগ্রেস বিধায়ক গোপালচন্দ্র রায়ের অতিরিক্ত ব্যয় বরাদ্দের প্রস্তাবের উপর আনিত ছাঁটাই প্রস্তাবটি বাতিল হয়ে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

twenty − 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য