Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যপ্রবীণ ব্যক্তির ফাঁসিতে আত্মঘাতি, ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন গকুলসর্দার...

প্রবীণ ব্যক্তির ফাঁসিতে আত্মঘাতি, ঘটনা গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন গকুলসর্দার পাড়ায়

ফাঁসিতে আত্মহত্যা করে মৃত্যু ৬০ বছর বয়সী এক প্রবীণ ব্যক্তি। জানা গেছে গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা বাজার সংলগ্ন গকুলসর্দার পাড়ার ৬০ বছর বয়সি তাপস দাস অন্যান্য দিনের মতো শনিবার রাতে কাঞ্চনমালা বাজার থেকে বাড়ি ফিরে পাশের বাড়িতে একটি পূজায় অংশগ্রহণ করেন এবং সেখান থেকে প্রসাদ গ্রহণ করে বাড়িতে চলে আসেন। পরে উনার পরিবারের লোকজনদের ফাঁকি দিয়ে ঘর থেকে বেরিয়ে বাড়ির পাশের একটি বৈদ্যুতিক টাওয়ারে ফাঁসিতে আত্মহত্যা করেন। রবিবার সকালে তাপস দাসকে ঘরে দেখতে না পেয়ে ওনার পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে তাদের বাড়ির পাশের একটি বৈদ্যুতিক টাওয়ারে তাপস দাসের ঝুলন্ত মৃত দেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে এবং তাদের চিৎকারের ছুটে আসে এলাকার লোকজন। খবর দেওয়া হয় আমতলী থানায়। আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে দ্রুত ছুটে এসে তাপস দাসের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের করতে হাঁপানিয়া হাসপাতাল মর্গে পাঠিয়ে দেয়। স্থানীয় এলাকাবাসী সহ তাপস দাসের পরিবারের পক্ষ থেকে জানাগেছে তাদের পরিবারে কোন ধরনের ঝামেলা এবং অশান্তি ছিল না। তাপস দাস উনার স্ত্রী সহ দুই ছেলে এবং এক কন্যা এবং নাতি নাতনিদের নিয়ে বেশ সুখেই দিনযাপন করছিলেন।কিন্তু কেন এবং কি কারনে শনিবার রাতে এই ধরনের ঘটনা করেছেন তা এখনো সঠিকভাবে কেউ বলতে পারছে না। এই ব্যাপারে আমতলী থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যু মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে।রবিবার তাপস দাসের মৃতদেহ ময়না তদন্তের পর ওনার পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হবে। তাপস দাসের এমন মৃত্যুতে গোটা এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে আসে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

six − five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য