Tuesday, July 1, 2025
বাড়িখবররাজ্যমহাকরণ অভিযানের হুমকি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের

মহাকরণ অভিযানের হুমকি ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চের

সমস্ত অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণ, যেসব কর্মচারী অবসরে গেছেন, তাদের এককালীন দশ লক্ষ টাকা প্রদান, অনিয়মিত কর্মচারীদের ১০ বছর মেয়াদ শেষে নিয়মিতকরণের স্কিম চালু করা ইত্যাদি ৬ দফা দাবীকে সামনে রেখে সোমবার এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ । এদিনের সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন আইনজীবি পুরুষোত্তম রায় বর্মণসহ সংগঠনের অন্যান্য কর্মীরা । এদিন তিনি সংবাদ মাধ্যমকে জানান রাজ্য সরকারের অধীনে বিভিন্ন দপ্তরে কর্মরত প্রায় ৪০ হাজার অনিয়মিত কর্মচারী । যারা দীর্ঘদিন ধরে নিয়মিতকরণের দাবি জানিয়ে আসছে । রাজ্য বিধানসভায় ২০০৬-০৭ সালে তাদের নিয়মিতকরনের সিদ্ধান্ত নেওয়া হলেও আজও তারা নিয়মিত হননি , তাছাড়া ২০১৮ সালের রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্তে এই প্রক্রিয়া বন্ধ করা হয় কিন্তু তাদের নিয়মিতকরণের জন্য নতুন নির্দেশনা এখনো জারি হয়নি । যার ফলে অনিয়মিত কর্মচারীরা চরম অনিশ্চয়তার মধ্যে দিনযাপন করছেন। তার পাশাপাশি তিনি বলেন সাংবিধানিক অধিকার অনুযায়ী সমকাজে সমবেতন তাদের অধিকার, কিন্তু তা সম্ভব হচ্ছে না এবং এরা যে সামান্য মজুরি পান তা দিয়ে এই সময় তাদের পরিবার চালানো দায় হয়ে দাড়িয়েছে । তাই রাজ্য সরকারের নিকট তাদের এই দাবী যেন দ্রুততার সাথে কার্যকরী করা হয় তার দাবী রাখেন । নতুবা মে মাসের প্রথম সপ্তাহে মহাকরণ অভিযানের হুমকি দেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

ten + seven =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য