Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যটি আই এস এফের আন্দোলনে অবরুদ্ধ হতে চলেছে শহর আগরতলা বার্তা TISF...

টি আই এস এফের আন্দোলনে অবরুদ্ধ হতে চলেছে শহর আগরতলা বার্তা TISF – এর

ককবরক ভাষায় রোমান্স স্ক্রিপ্টের দাবিতে শুক্রবার সারা রাজ্যে সড়ক অবরোধ করে এক অরাজকতা কায়েম করেছিলেন TISF।কেন্দ্রীয় সরকারের সাথে তিপা মথা দলের সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মার সাথে যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল সেই চুক্তিকে বৃদ্ধাঙ্গুল দেখে শুক্রবার থেকে সারা রাজ্যে দলীয় কর্মীদের লেলিয়ে সড়ক অবরোধ করেছিলেন, যা রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত রয়েছে আজও । এবার এই আন্দোলন ছড়িয়ে পরতে চলেছে শহর আগরতলায় । শনিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এমনটাই বার্তা দিল TISF । সোমবার আগরতলায় ককবরক ভাষায় রোমান হরফ ব্যবহারের দাবিতে সার্কিট হাউসের গান্ধী মূর্তির পাদদেশে মহা জমায়েতে সামিল হবে টিএসএফ। যার ফলে আশংকা করা যাচ্ছে এই জমায়েতকে কেন্দ্র করে অবরুদ্ধ হবে শহর আগরতলা । এদিন সংগঠনের এক নেতৃত্ব সংবাদ মাধ্যমকে জানান তিপ্রাসাদের দাবি মানছে না সরকার যার ফলে বারংবার আন্দোলনমুখী হয়েছে এরা কিন্তু তাতে সরকারের কোন প্রকার হেলদোল নেই । তাই একপ্রকার বাধ্য হয়েই সোমবার সার্কিট হাউসে মহা জমায়েতে সামিল হওয়ার সিদ্ধান্ত নিয়েছে TISF বলে জানান । এছাড়া এদিন তিনি জানান ককবরক ভাষা রোমান হরফ ব্যবহারের দাবিতে চলা আন্দোলন শান্তিপূর্ণভাবে চলছে , আটকানো হয়নি কোন অ্যাম্বুলেন্স , পাশাপাশি জরুরি পরিষেবার সাথে যুক্ত যানবাহন ও দোকানপাট বনধের বাইরে থাকবে বলে জানিয়েছেন তিনি ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য