Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যখোয়াইয়ে বসন্ত উৎসব উদযাপিত

খোয়াইয়ে বসন্ত উৎসব উদযাপিত

ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয় , ত্রিপুরা সরকারের সহযোগিতায় ও ক্লাসিক সংস্থার উদ্যোগে গতকাল বিকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে খোয়াই টাউন হলে বসন্ত উৎসব অনুষ্ঠিত হয় । প্রদীপ জ্বেলে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার সরকারি মুখ্যসচেতক কল্যাণী রায় । উদ্বোধক হিসেবে মুখ্যসচেতক শ্রীমতি রায় বলেন , বসন্ত উৎসব আনন্দের উৎসব । এই উৎসব সুরের মুর্ছনায় মানুষের হৃদয় ছুঁয়ে যায় ও মানুষকে আকৃষ্ট করে । এই কলা সংস্কৃতির বিকাশে সকলকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান । অনুষ্ঠানে খোয়াই জিলা পরিষদের সভাধিপতি জয়দেব দেববর্মা বলেন , সংস্কৃতির মাধ্যমে একে অপরের সাথে মৈত্রীর বন্ধনে আবদ্ধ হওয়া যায় । তিনি সংস্কৃতি চর্চায় এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে রাজ্য ক্রীড়া পর্ষদের সচিব অমিত রক্ষিত বলেন , খোয়াই সংস্কৃতির পীঠস্থান । সংগীত কলা সংস্কৃতি চর্চার মধ্য দিয়ে এই শহরের সুনাম ধরে রাখতে তিনি সকলের প্রতি আহ্বান জানান । অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই পুর পরিষদের চেয়ারপার্সন দেবাশীষ নাথ শৰ্মা , খোয়াই জিলা পরিষদের সদস্য সুব্রত মজুমদার প্রমুখ । অনুষ্ঠানে স্থানীয় শিল্পী সহ রাজ্যের বাইরের শিল্পীগণ কত্থক নৃত্য , ভোকাল মিউজিক , বাঁশি , তবলা , উচ্চাঙ্গ সংগীত ইত্যাদি পরিবেশন করেন ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য