Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যবইমেলার তৃতীয় দিনে বিক্রি ১৮ লক্ষ ২৭ হাজার ১৩৪ টাকার বই ৪০...

বইমেলার তৃতীয় দিনে বিক্রি ১৮ লক্ষ ২৭ হাজার ১৩৪ টাকার বই ৪০ তম আগরতলা বইমেলার ছিল চতুর্থ দিন ।

বইমেলার তৃতীয় দিনে মোট ১৮ লক্ষ ২৭ হাজার ৯৩৪ টাকার বই বিক্রি হয়েছে । চতুর্থ দিনে বইমেলা কবি সম্মেলনে ৩৭ জন কবি রাজ্যের বিভিন্ন জেলা থেকে অংশগ্রহণ করেন । তারা বাংলা , চাকমা ও হিন্দী ভাষায় স্বরচিত কবিতা পাঠ করেন । কবি সম্মেলন সঞ্চালনা করেন রাজ্যের বিশিষ্ট কবি নকুল দাশ । একক আবৃত্তিতে অংশগ্রহণ করেন ১২ জন । আমার ত্রিপুরা আমার গর্ব বিষয়ক আলোচনাচক্র অনুষ্ঠিত হয় । এতে অংশগ্রহণ করেন ডা . জগদীশ গণচৌধুরী , ডা . কনক চৌধুরী এবং অমিত ভৌমিক । সঞ্চালিকা হিসাবে ছিলেন ড . গীতা দেবনাথ । এদিন সন্ধ্যায় মূল মঞ্চে সাংস্কৃতিক সন্ধ্যা পন্ডিত বিরজু মহারাজের নামে উৎসর্গ করা হয় । এতে গোমতী জেলার শিল্পীরা প্রথমে অংশগ্রহণ করেন । পরে স্থানীয় শিল্পীদের দ্বারা পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five × one =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য