Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যকৈলাসহর মহকুমায় সড়ক সুরক্ষার উপর সচেতনতামূলক প্রচার

কৈলাসহর মহকুমায় সড়ক সুরক্ষার উপর সচেতনতামূলক প্রচার

ব্রহ্মাকুমারী সংগঠনের উদ্যোগে ও রাজ্য সরকারের পরিবহন দপ্তরের সহযোগিতায় সম্প্রতি কৈলাসহর মহকুমা জুড়ে সড়ক সুরক্ষার উপরে ব্যাপক সচেতনতামূলক প্রচার অভিযান সংগঠিত হয় । মহকুমার ৬ টি স্থানে অনুষ্ঠিত হয় সভা ও বাইক র‍্যালী । অনুষ্ঠানগুলি হয় গোলধারপুর রুদ্রসিংহ দ্বাদশশ্রেণী বিদ্যালয় , স্থানীয় আই টি আই , রামকৃষ্ণ মহাবিদ্যালয় , আর কে ইনস্টিটিউশন , ডলুর্গাও ক্যানভাস আর্ট স্কুল ও পাইতুর বাজারে । প্রতিটি অনুষ্ঠানেই স্বাধীনতার ৭৫ তম উপলক্ষে আয়োজিত আজাদি কা অমৃত মহোৎসবে সুরক্ষিত ভারত শ্লোগানকে সামনে রেখে এই সড়ক সুরক্ষা জাগৃতি অভিযানের তাৎপর্য ও উদ্দেশ্য সম্বন্ধে বিশদে আলোচনা করা হয় । এই সভাগুলিতে যানবাহনের অনিয়ন্ত্রিত গতি , ট্রাফিক বিধি অমান্য করা , গাড়ি চালানোর সময় মোবাইল ফোনের ব্যাবহার , নেশা করে যান চালানো ও অস্থির মনই সড়ক দুর্ঘটনার প্রধান কারণ বলে উল্লেখ করা হয় । দেশ ও আন্তর্জাতিক ক্ষেত্রে ব্রহ্মাকুমারী সংগঠন ২১ টি বিভাগে সেবামূলক কর্মসূচি নিয়ে কাজ করে থাকে । সংগঠনের তরফে জানানো হয়েছে যে , সড়ক সুরক্ষায় দেশের প্রতিটি রাজ্যেই এই ধরনের বাইক র‍্যালী অনুষ্ঠিত

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

6 + 19 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য