Friday, March 14, 2025
বাড়িখবররাজ্যনারীদের আত্মনির্ভর করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে: সমাজকল্যাণ...

নারীদের আত্মনির্ভর করতে কেন্দ্র ও রাজ্য সরকার বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে: সমাজকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের নারীদের আত্মনির্ভর করতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করে কাজ করছেন। রাজ্যেও বর্তমান সরকার নারীদের আত্মনির্ভর করতে বিভিন্ন পরিকল্পনা রূপায়ণ করছে। আজ আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে বাইসাইকেল র‍্যালি এবং বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় সাংবাদিকদের একথা বলেন। আজ সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে প্রথমে বাইসাইকেল র‍্যালি, পরে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রী আরও বলেন, রাজ্যের মহিলারা যাতে সুরক্ষিত এবং আত্মসম্মান নিয়ে বাঁচতে পারেন সে বিষয়ে রাজ্য সরকার সচেষ্ট রয়েছে। বেটি বাঁচাও বেটি পড়াও কর্মসূচির মাধ্যমে মহিলাদের সার্বিক উন্নয়নেও সরকার পরিকল্পনা গ্রহণ করে কাজ করছে।

আন্তর্জাতিক নারীদিবস উপলক্ষে ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশন বাইসাইকেল র‍্যালির আয়োজন করে। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন ত্রিপুরা শিশু সুরক্ষা অধিকার কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা। উপস্থিত ছিলেন ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের অধিকর্তা তপন কুমার দাস, যুগ্ম অধিকর্তা বিমল চক্রবর্তী ও জন কেলভিন দেববর্মা। রাজ্যের প্রখ্যাত দাবাড়ু আর্শিয়া দাসও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাইসাইকেল র‍্যালিতে অংশগ্রহনকারী মহিলাদের সংবর্ধনা দেওয়া হয়।

সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তর ও ত্রিপুরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায়, ত্রিপুরা মহিলা কমিশনের চেয়ারপার্সন ঝর্ণা দেববর্মা, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেববর্মা, মহিলা পুলিশের পুলিশ সুপার প্রিয়া মাধুরী প্রমুখ। শোভাযাত্রার শুরুতে অতিথিসহ অংশগ্রহণকারীগণ শপথবাক্য পাঠ করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

11 − ten =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য