Saturday, March 15, 2025
বাড়িখবররাজ্যরাজ্যের দ্বিতীয় বার বিজেপি সরকারের প্রতিষ্ঠা রাজ্যবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন -মুখ্যমন্ত্রী :

রাজ্যের দ্বিতীয় বার বিজেপি সরকারের প্রতিষ্ঠা রাজ্যবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন -মুখ্যমন্ত্রী :

দ্বিতীয় বারের মতো বিজেপি সরকার গঠন রাজ্যবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন। রবিবার রাজ্যে দ্বিতীয় বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বললেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।মুখ্যমন্ত্রী বলেন ,মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদ এবং দেশ গঠনে প্রধানমন্ত্রীর স্বপ্ধ ও সুদক্ষ নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই রাজ্যবাসী পুনরায় বিজেপি সরকারকে ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছেন।

২০২৩ সালের আজকের দিনে রাজ্যে দ্বিতীয় বারের মতো বিজেপি সরকার ক্ষমতায় প্রতিষ্ঠিত হয় ।এই উপলক্ষে শনিবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ,রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা, রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য, বিধায়ক সহ অন্যান্য নেতৃবৃন্দ ।এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন ,হানাহানির রাজনৈতিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে পেরেছে ত্রিপুরা। দেশ গঠনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন এবং সুদক্ষ নেতৃত্বে অনুপ্রাণিত হয়েই রাজ্যবাসী দ্বিতীয়বারের মতো বিজেপি সরকার প্রতিষ্ঠা করেছেন ।এই প্রসঙ্গে রাজ্যবাসীকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।তিনি বলেন ,প্রধানমন্ত্রীর স্বপ্ন ,উত্তর পূর্বাঞ্চলকে এগিয়ে নিয়ে যাওয়া। প্রধানমন্ত্রীর এক্ট ইস্ট পলিসি এবং হিরা মডেলের কারণে বর্তমানে গোটা উত্তর পূর্বাঞ্চলে উন্নয়ন চোখে পড়ছে ।একই সাথে এগিয়ে চলছে ত্রিপুরাও। এর বড় প্রমাণ রাজ্যের জিডিপি বৃদ্ধির হার ।রাজ্য ছোট হলেও শতাংশের নিরিখে জিডিপি বৃদ্ধির হার দেশের সর্বোচ্চ ।জিডিপি বৃদ্ধির ফলে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে ।মুখ্যমন্ত্রী আরও বলেন ,রাজ্যের আইন-শৃঙ্খলার উন্নয়ন হয়েছে ।পরিকাঠামো ক্ষেত্রেও উন্নয়ন হচ্ছে ।তিনি আরো জানান ,২০২৪-২৫ অর্থ বর্ষের বাজেটের মোট ২৭ হাজার ৮০০ কোটি টাকার মধ্যে সাত হাজার কোটি টাকা পরিকাঠামোগত উন্নয়নের ব্যয় করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আরও বলেন মাতা ত্রিপুরা সুন্দরীর আশীর্বাদে এবং সকলের সার্বিক সহযোগিতায় রাজ্যে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। এর ফলেই কিন্তু আমরা দ্বিতীয় বর্ষ উদযাপন করছি। রাজ্যে দ্বিতীয় বার বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়া রাজ্যবাসীর আকাঙ্ক্ষার প্রতিফলন বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী ।বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী ।তিনি বলেন, বিরোধীরা বিধানসভায় কটুক্তি করে বলছেন রাজ্যে নির্বাচন হয়নি ।আসলে তারা হেরে গেলেই এই ধরনের কথা বলেন এবং এখনো বিভিন্ন স্থানে বলে চলছেন। এই প্রসঙ্গে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিন্দুকেরা বলবেই ।কিন্তু আমাদের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে হবে।

বক্তব্যে রাজ্যের সকল অংশের জনগণ ,কর্মচারী সহ দলীয় কর্মী সমর্থকদের অভিনন্দন জানান মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা সহ অন্যান্য দপ্তরের সচিব গন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 3 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য