বৃহস্পতিবার এআরডি বিভাগ এবং ত্রিপুরা ভেটেরিনারি ডক্টরস অ্যাসোসিয়েশন দ্বারা যৌথভাবে প্রজ্ঞা ভবনে আয়োজিত হয় রাজ্য-স্তরের সেমিনার । এদিনের সেমিনারের পৌরহিত্য করেন প্রানি সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস । এদিন মন্ত্রী বলেন পশুদের মধ্যে নিষ্ঠুরতা প্রতিরোধ করার জন্য সচেতনতা তৈরি করতে হবে এবং ত্রিপুরায়, জনসংখ্যার ৯৮ শতাংশ আমিষ ভক্ষণকারী। এবিষয়ে রাজ্যে মাংস উৎপাদনে স্বনির্ভর হলেও দুধ এবং ডিম উৎপাদনের ক্ষেত্রে এটি অনেক পিছিয়ে রয়েছে। উৎপাদন বাড়ানোর জন্য আটটি জেলায় মিনি-হ্যাচারি স্থাপন করা হবে এবং দুগ্ধ উন্নয়ন বোর্ডকে আটটি জেলায় দুগ্ধ খাত স্থাপনের জন্য অনুরোধ করা হবে। যার ফলে বেকার যুবকরাও চাকরি অর্জনের মাধ্যমে উপকৃত হবে। তাছারা মন্ত্রী আরও বলেন যে সমাজ থেকে কণ্ঠহীনদের জন্য আরও সহায়তার একান্ত প্রয়োজন রয়েছে , কেননা পশু-পাখি জীবিত থাকা অবস্থায় বিভাগ তাদের সব ধরনের যত্ন নিচ্ছে, কিন্তু সেই পশু-পাখি চলে যাওয়ার পর কী উদ্যোগ নেওয়া হচ্ছে। তাই অধিদপ্তরকে মালিকহীন প্রাণীদের মৃত্যুর পরে তাদের দাহ করার জন্য একটি শাখা খোলার উদ্যোগ নিতে হবে এবং আটটি জেলায় এই জাতীয় দলও গঠন করতে হবে বলে জানান । এদিনের সেমিনারে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পুরনিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম জেলা জেলাসহ সভাধিপতি বিশ্বজিৎ শীল, আই এফ এস দীপা ডি নায়ার,ডক্টর এন কে চঞ্চল আইএফএস সহ অন্যান্যরা।