রাজ্যের বিদ্যুৎ পরিষেবাকে উন্নত করার লক্ষ্যমাত্রা নিয়ে বিদ্যুৎ দপ্তরকে বেসরকারি কিছু সংস্থার হাতে তুলে দেওয়া হয়েছিল। এমতাবস্থায় বিদ্যুৎ পরিষেবা নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছিল কিন্তু এবার সেই বেসরকারি সংস্থার অন্যতম অ্যাডভান্স রুট টেকনোলজি ইনফর্মেশন প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে উঠলো শ্রমিকদের বেতন আটকে রাখার অভিযোগ। সেই ক্ষোভে দপ্তরের সামনে বুধবার বিক্ষোভে সামিল হল সংস্থার কর্মীরা। জানা গিয়েছে বিগত দুই বছর ধরে বেসরকারি সংস্থা অ্যাডভান্স রুট টেকনোলজি ইনফর্মেশন প্রাইভেট লিমিটেডের অধীনে কাজ করে আসছিল ৫০০ শ্রমিক। কিন্তু গত পাঁচ মাস অন্তর অন্তর বেতন প্রদান করে আসছে সংস্থা, এই বিষয়ে সংস্থার কর্মকর্তাদের সাথে কথা বললে বকেয়া বেতন নিয়ে তালবাহানা করেন সংস্থার কর্মকর্তারা। তাই আজ একপ্রকার বাধ্য হয়েই রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ৫০০ শ্রমিক জয়নগরস্থিত সংস্থার বাইরে বিক্ষোভ প্রদর্শন করেন। তাদের দাবি আগামী এক সপ্তাহের মধ্যে যেন বকেয়া বেতন পরিশোধ করা হয়, আর যদি না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাবেন বলে হুশিয়ারি দেন আন্দোলনরত শ্রমিকরা।