Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যগ্রামীন বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে উদ্যোগ নেয়া হবে -মন্ত্রী অনিমেষ দেববর্মা

গ্রামীন বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে উদ্যোগ নেয়া হবে -মন্ত্রী অনিমেষ দেববর্মা

গ্রামীন বিজ্ঞানের প্রচার ও প্রসারই রাজ্যবিজ্ঞান পরিবেশ ও প্রযুক্তি দপ্তরের মূল লক্ষ্য ।এই লক্ষ্যকে সামনে রেখে কাজ করছে দপ্তর ।শুক্রবার রাজধানীর সুকান্ত একাডেমিতে জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথা বললেন রাজ্যের বিজ্ঞান ,প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা।

১৯২৮ সালের ২৮ ফেব্রুয়ারি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন ভারতের বিশ্ববরেণ্য পদার্থবিজ্ঞানী সিভি রমন ।এই রমন এফেক্ট এর জন্য ১৯৩০ সালে তিনি নোবেল পুরস্কার পান ।পরবর্তী সময় ভারত সরকার সিভি রমন কর্তৃক আবিষ্কৃত রমণ এফেক্ট এর দিনটিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে পালন করে থাকে। প্রতিবছরের মতো এবারো এই উপলক্ষে রাজধানীর সুকান্ত একাডেমিতে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা । এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের সচিব ডঃ কে শশী কুমার ,দপ্তরের অধিকর্তা মাহেন্দার সিং ,বিশিষ্ট বিজ্ঞানী ডঃ অবিনাশ কুমার চৌহান ,এন আই টি’ অধ্যাপক মৃণাল কান্তি দেববর্মা প্রমূখ ।এদিন অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী অনিমেষ দেববর্মা ।উদ্বোধনের পর এই অনুষ্ঠানে রাজ্যের গ্রামীণ এলাকার মহিলাদের দ্বারা উপস্থাপিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক মডেল গুলি পরিদর্শন করেন অতিথিরা।অনুষ্ঠানে রাজ্যের বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান ,জাতীয় বিজ্ঞান দিবস উপলক্ষে উনার ভাবনা হলো রাজ্যের গ্রাম স্তরেও অনেক বিজ্ঞান রয়েছে ।গ্রাম স্তরের এই বিজ্ঞান চেতনাকে জনসম্মুক্ষে প্রচার ও প্রসার ঘটানোই তার প্রধান লক্ষ্য থাকবে। সারা বছরব্যাপী দপ্তরের এই উদ্যোগ জারি থাকবে বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

two × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য