Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যরাজনীতি না করে বিরোধীরা যেন উন্নয়নের সাথে থাকে সেই আহবান রাখেন আগরতলা...

রাজনীতি না করে বিরোধীরা যেন উন্নয়নের সাথে থাকে সেই আহবান রাখেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার।

লেইক চৌমুহনী বাজারে বে আইনি মদের ঠেক এবং বে আইনি লেনদেনের মাধ্যমে জায়গা দখল করে কিছু অসাধু ব্যবসায়ী ব্যবসা করে চলেছেন বলে দীর্ঘদিনের অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে সর জমিনে দু-তিনবার খতিয়ে দেখেন মেয়র দীপক মজুমদার। পরবর্তীতে বাজারের সকল সদস্যদের নিয়ে বৈঠক করে সিদ্ধান্ত নেন বেআইনি দোকান ভেঙ্গে ফেলার। দোকানিদের সময় দেয়া হয় নিজ উদ্যোগ ভেঙ্গে ফেলার। কিন্তু তারা না ভাঙ্গায় বৃহস্পতিবার ভোররাতে পৌর নিগম ১০০টির উপর বেআইনী দোকান ভেঙ্গে গুড়িয়ে দেয়। বৃহস্পতিবার সেই জায়গা পুনরায় পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। তিনি বিরোধীদের রাজনীতি না করে উন্নয়নের কাজে রাজনীতি না করার আহ্বান জানান। তিনি বলেন, নিগম এলাকার প্রতিটি বাজার কে আধুনিকভাবে বিজ্ঞানসম্মতভাবে তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আজকের এই বেআইনি নির্মাণ ভাঙ্গার ফলে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিও বিজেপি সরকার মানবিক আগামী এক মাসের ভেতর বাজারটিকে পরিষ্কার করে কিভাবে তাদেরকে বৈধভাবে ব্যবসা করার সুযোগ করে দেওয়া যায় সেদিকে লক্ষ্য রাখবে পুর নিগম।

বেআইনিভাবে দোকান নির্মাণ করা এবং বাজারের সব আবর্জনা কাটা খালে ফেলার ফলে তৈরি হচ্ছিল দুর্গন্ধ পাশাপাশি উপদ্রব বাড়ছিল মশার। নদীর পারে দোকান নির্মাণের ফলে নদীর বাঁধ ও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। শুধু লেইক চৌমুহনী বাজার নয় অন্যান্য সকল বাজারেও অবৈধ এবং দুর্নীতির বিরুদ্ধে এরকম অভিযান জারি থাকবে। আজকের এই মেয়রের পরিদর্শনকালে মেয়রের সঙ্গে উপস্থিত ছিলেন রামনগর বিধানসভা কেন্দ্রের মণ্ডল সভাপতি অমিতাভ ভট্টাচার্য সহ অন্যান্যরা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

20 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য