সীমান্ত এলাকায় সীমান্ত রক্ষা বাহিনীর করা নিরাপত্তা সত্ত্বেও রাজ্যে অবৈধ অনুপ্রবেশ অনায়াসেই চলে যাচ্ছে। কোনোভাবেই বন্ধ করা যাচ্ছে না অবৈধ অনুপ্রবেশ। এক প্রকার দালালদের হাত ধরে চলছে এই অবৈধ অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যেখান থেকে সীমান্ত রক্ষা বাহিনীর নিরাপত্তা কেও বৃদ্ধাঙ্গোষ্ঠী দেখিয়ে চালিয়ে যাচ্ছে অবৈধ অনুপ্রবেশ। সেই সাহসের জেরে রাজ্যে অবৈধভাবে প্রবেশ করতে গিয়ে জিআরপি থানার পুলিশের হাতে আটক হল এক বাংলাদেশী যুবতী। আটকৃত যুবতীর নাম মুছাম্মেদ জেসমিন খাতুন (২৪)। জিআরপি থানার পুলিশের এই সাফল্যের কথা জানান জিআরপি থানার ওসি তাপস দাস। এদিন জিআরপি থানার ওসি তাপস দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানায় খবর আসে আগরতলা রেলস্টেশন থেকে বাংলাদেশি নাগরিক বহিঃরাজ্যের উদ্দ্যেশে রওয়ানা দেবেন। সেই খবরের ভিত্তিতে রেলস্টেশনে অভিযান চালিয়ে জিআরপি। সে সময় পুলিশ সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পুলিশী জিজ্ঞাসাবাদে তারা ত্রিপুরায় অবৈধভাবে প্রবেশের বিষয়টি স্বীকার করেছেন। আগামীকাল তাদেরকে আদালতে সোপর্দ করা হবে বলে জানান তিনি।