বিশালগড় মহকুমার অন্তর্গত কলকলিয়া উচ্চবিদ্যালয়ে টিবি মুক্ত ত্রিপুরা গড়ার উপর ২২ মার্চ কর্মসূচি অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমপিডব্লিউ , সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার , বিদ্যালয়ের শিক্ষক – শিক্ষিকা সহ বিশালগড় মহকুমা হাসপাতালের অন্যান্য কর্মীগণ । অনুষ্ঠানে ২০২৫ সালের মধ্যে যক্ষ্মা রোগ নির্মূলীকরণের লক্ষ্যে এলাকায় কফের নমুনা সংগ্রহ করা এবং সনাক্তকরণের উপর গুরুত আরোপ করা হয় । সেইসঙ্গে অ্যাক্টিভ কেইস ফাইন্ডিং 2022 কর্মসূচিতে বিশালগড় মহকুমা হাসপাতালের সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার ও আশাকর্মীর একটি টিম টি বি প্রবণ এলাকাগুলিতে বাড়ি বাড়ি গিয়ে কফের নমুনা সংগ্রহ করা এবং যক্ষ্মা রোগ সনাক্তকরণ করা ও নিয়মিত ঔষধ খাওয়া সহ নিক্ষয় পোষণ যোজনায় পুষ্টিকর খাদ্য গ্রহণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক অলোচনা করা হয় । জাতীয় স্বাস্থ্য মিশনের ত্রিপুরা শাখা থেকে এক প্রেস রিলিজে এই সংবাদ জানানো হয় ।