দীর্ঘ সাত বছর পর পুলিশের জালে আটক খুনের আসামী। আসামীর নাম হোসেন আহমেদ। রাজধানীর জয়নগর এলাকা থেকে আটক করা হয়েছে তাকে। এই বিষয়ে শনিবার সংবাদমাধ্যমের মুখোমুখী হয়ে বিস্তারিত জানিয়েছেন এন সি সি থানার ওসি প্রাজ্জীত মালাকার।
দীর্ঘ সাত বছর পর পুলিশের জালে আটক খুনের আসামী। আসামীর নাম হোসেন আহমেদ। রাজধানীর জয়নগর এলাকা থেকে আটক করা হয়েছে তাকে। এই বিষয়ে এন সি সি থানার ওসি প্রাজ্জীত মালাকার জানিয়েছেন, ২০১৮ সালের ৫ই জুন ভোলানন্দ পল্লী এলাকায় একটি বাড়িতে আসামের এক শ্রমিক রেজাউল হোসেন লস্করের মৃতদেহ উদ্ধার হয়। বাড়ির মালিকের বক্তব্য় অনুসারে, রেজাউল হোসেন লস্কর ও হোসেন আহমেদ দুজনের বাড়িই আসামে। তারা কাজের জন্য এনসিসি থানাধিন ভোলানন্দ পল্লী এলাকায় ভাড়া থাকতো। কিন্তু একদিন সকালে ভাড়াটিয়া ঘরে রেজাউল হোসেন লস্করের রক্তাক্ত দেহ দেখতে পান বাড়ির মালিক। অপরদিকে হোসেন আহমেদ পলাতক ছিলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এনসিসি থানায় একটি হত্যার মামলা দায়ের করেন বাড়ির মালিক। অভিযোগ হাতে পেয়ে তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, হোসেন আহমেদই এই ঘটনার মূল অভিযুক্ত। তখন থেকেই আসামীর বাড়িতে প্রতিনিয়ত অভিযান চালাতো পুলিশ, কিন্তু কোনো বারই তাকে আটক করতে সক্ষম হয়নি। অবশেষে গোপন সুত্রের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে হোসেন আহমেদ কাজের উদ্দেশ্যে আগরতলা এসেছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নগর এলাকা থেকে তাকে গ্রেফতার করে এনসিসি থানার পুলিশ। শনিবার আসামী হোসেন আহমেদকে পাঁচ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন ওসি।