Friday, May 9, 2025
বাড়িখবররাজ্যআমরা বাঙালি সদর কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আমরা বাঙালি সদর কার্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

আজ মহান ২১ শে ফেব্রুয়ারী, বাংলাভাষা মর্যাদা রক্ষা দিবস তথা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ গোটা বিশ্বজুড়ে প্রতিটি ভাষাপ্রেমী মানুষের নিজ নিজ মাতৃভাষার মর্যাদা রক্ষার জন্যে নতুন করে শপথ নেবার দিন। আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা রাজ্য কার্যালয় খোয়াই, কল্যানপুর, তেলিয়ামুড়া, আমবাসা, চুড়াইবাড়ি, ধর্মনগর, পানিসাগর জোলাইবারী সহ রাজ্যের সর্বত্র জায়গায় যথাযোগ্য মর্যাদায় ৫১-এ ভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পন করা হয়।

রাজ্য কার্যালয়ের সামনে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে আমরা বাঙালা দলের রাজ্যসচিব গৌরাঙ্গ রুদ্রপাল বলেন, বাহান্ন-এর ২১শে ফেব্রুয়ারী পূর্বপাকিস্তান তথা বর্তমান বাংলাদেশে উর্দু সাম্রাজ্য কলা গোষ্ঠিা সংখ্যাগুরু বাঙালীদের মাতৃভাষা বাংলাকে অবদমন করে বলপূর্বক উর্দু চাপিয়ে দেবার বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে সালাম, বরকত, জববার, রফিক সহ সারা জ্ঞান বিসর্জন করেছিলেন অদের আত্মত্যাগের বিনিময়েই সেদিন বাংলা ভাষার মর্যাদা রক্ষা হয়েছিল।

এছাড়া শিলচড় ৬১ সালের বাংলা ভাষার মর্যাদা রক্ষা করতে ১১জন প্রান বিসর্জন করেন। তাঁদের কাছে গোটা বাঙালাজাতি ঋনি। উল্লেখ্য যে পূর্ববাংলায় এই ভাষা আন্দোলনের জেরেই পরবর্তীকালে বাংলাদেশ মুক্তিযুদ্ধের সুচনা হয় যা পরবর্তীকালে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের জন্ম হয়। তাই তাঁদের কাছে গোটা বাঙালী জাতি ঋনি শুধু তাই নই । এই ভাগ আন্দোলনের সুত্রধরেই প্রতিটি ভৈাষার মর্যাদা রক্ষার জন্যে আজকের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদ্যাপন করার জন্যে ইউনেস্কোর পক্ষ ঘোষণা দেওয়া হয়েছে যা বাঙালী জাতির পরম গৌরবের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য