Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যবাঁশ চাষের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমিত করা সম্ভব: পরিবেশমন্ত্রী

বাঁশ চাষের মাধ্যমে জলবায়ু পরিবর্তন প্রশমিত করা সম্ভব: পরিবেশমন্ত্রী

‘জলবায়ু পরিবর্তন প্রশমনে বাঁশের ভূমিকা’ বিষয়ে এক কর্মশালা আজ লিচুবাগানস্থিত ব্যাম্বু অ্যান্ড কেইন ডেভেলপমেন্ট ইন্সটিটিউট (বিসিডিআই)-এর কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। এই কর্মশালার উদ্বোধন করেন বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা। অনুষ্ঠানে তিনি উপস্থিত ছাত্রছাত্রীদের সঙ্গে রাজ্যের অর্থনৈতিক ব্যবস্থা ও পরিবেশের উপর বাঁশের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে পরিবেশমন্ত্রী বলেন, বাঁশ ত্রিপুরার অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি অনন্য বনজ সম্পদ। প্রচুর পরিমাণে বাঁশ চাষের মাধ্যমে রাজ্যের জলবায়ু পরিবর্তন প্রশমিত করা সম্ভব।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি আরও বলেন, ত্রিপুরার মাটি বাঁশ উৎপাদনের জন্য যথেষ্ট ভালো। বাঁশ অর্থনৈতিক দিক দিয়েও খুবই গুরুত্বপূর্ণ। বাঁশকে কাজে লাগিয়ে ত্রিপুরার জনগণ অর্থনৈতিক দিক দিয়ে সমৃদ্ধ হচ্ছেন। কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিসিডিআই-এর ইনচার্জ ড. অভিনব কান্ত। কর্মশালায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব ড. শশী কুমার, ইনচার্জ অব ক্লাইমেট চেঞ্জ সেল সুশান্ত বণিক। একদিন ব্যাপী কর্মশালায় ত্রিপুরা বিশ্ববিদ্যালয়, ইকফাই বিশ্ববিদ্যালয়, টিআইটি ও কৃষি মহাবিদ্যালয় থেকে ৫৩ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

3 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য