Sunday, April 20, 2025
বাড়িখবররাজ্যস্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন টিএসইউ - র

স্কলারশিপের দাবিতে জনজাতি কল্যাণ দপ্তরে বিক্ষোভ প্রদর্শন টিএসইউ – র

মঙ্গলবার তিন দফা দাবিতে ট্রাইবেল স্টুডেন্টস ইউনিয়ন জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করে। তাদের দাবি গুলি হল, গত বছরে বৃত্তি বিলম্বিত প্রাপ্তির কারণে,অনেক শিক্ষার্থী এই বছরের বৃত্তির জন্য আবেদনপত্র পূরণ করতে পারেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ছাত্রদের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি জানায় তারা।

জনজাতি ছাত্রছাত্রীদের স্বার্থ জনিত বিভিন্ন দাবি নিয়ে মঙ্গলবার জনজাতি কল্যাণ দপ্তরে ডেপুটেশন প্রদান করলো উপজাতি ছাত্র সংগঠন টিএসিইউ। তাদের দাবিগুলি মূলত রাজ্য জুড়ে সমস্ত এসটি হোস্টেলে হোস্টেল সুপারিনটেনডেন্ট এবং নাইট গার্ড পদে নিয়োগ, বর্তমান বোর্ডিং হাউসে থাকা ছাত্র ছাত্রীদের ভাতা হিসেবে ৮০ টাকা সহায়তা প্রদান করা যা ৮০ টাকা থেকে বাড়িয়ে ১৫০ টাকা করা। এদিন সংবাদ মাধ্যমকে টিএসিইউ সম্পাদক সুজিত ত্রিপুরা জানান গত বছরে বৃত্তি বিলম্বিত প্রাপ্তির কারণে অনেক শিক্ষার্থী এই বছরের বৃত্তির জন্য আবেদনপত্র পূরণ করতে পারেনি। এতে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এই ছাত্রদের জন্য বিকল্প ব্যবস্থা করার দাবি জানিয়েছেন বলে , পাশাপাশি অতিসত্বর ছাত্রীদের স্টাইপেন্ড প্রদান করা না হলে আগামীদিনে ধর্ণায় বসবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 − 10 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য