রাস্তায় নয়, জাতির মেরুদন্ডদের যেন স্থান হয় বিদ্যালয়ে ,এই লক্ষ্যে সকল উত্তীর্ণ প্রার্থীদের একসাথে নিয়োগের দাবিতে সোমবার আবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হল এসটিজিটি উত্তীর্ণরা। এদিন তারা জানান ,মুখ্যমন্ত্রী তাদের অভিভাবক ।তাই তারা বারবার এই দাবিতে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসবেন। পুলিশ চাকরিপ্রার্থীদের গ্রেপ্তার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়।
প্রায় তিন বছর হতে চলল, এসটিজিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীদের চাকরি নেই ।অথচ প্রচুর সংখ্যক শূন্য পদ পড়ে রয়েছে ।এর জন্য অর্থ দপ্তরের অনুমোদন রয়েছে। কিন্তু কোন এক অজ্ঞাত কারণে রাজ্যের নবম দশম শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ আটকে রয়েছে ।এই অবস্থায় সকল উত্তীর্ণ প্রার্থীদের একসাথে নিয়োগের দাবিতে সোমবার সকালে ফের মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করল এসটি জিটি উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। তাদের দাবি, উত্তীর্ণ সকল চাকরিপ্রার্থীদের একসাথে নিয়োগ করতে হবে। এই প্রসঙ্গে এক চাকরিপ্রার্থী জানান ,তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও দীর্ঘ সময় ধরে বেকার বসে রয়েছেন ।তাদের চাকরি হচ্ছে না ।সকল কোয়ালিফাইড প্রার্থীদের একসাথে নিয়োগের দাবিতেই তারা রাজ্যের শিক্ষা দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার বাসভবনে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে এসেছেন। তিনি আরো জানান ,মুখ্যমন্ত্রীই তাদের অভিভাবক ।তাই তারা এই দাবিতে বারবার মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে আসবেন ।তিনি আরো জানান ,তারা রাস্তায় থাকতে চান না ,বিদ্যালয়ে থাকতে চান।কিন্তু প্রচুর সংখ্যক শুন্য পদ পড়ে থাকা সত্ত্বেও তাদের নিয়োগ হচ্ছে না।
সপ্তাহের প্রথম দিনে মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে এসটিজিটি উত্তীর্ণ যুবকদের জড়ো হওয়ার ঘটনায় লক্ষ্মীনারায়ণ বাড়ি রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী ।পুলিশ আধিকারিকরা চাকরিপ্রার্থীদের সাথে কথা বলে তাদের সংশ্লিষ্ট স্থান থেকে সরিয়ে দিতে চান। অবশেষে একপ্রকার বাধ্য হয়েই পুলিশ তাদের গ্রেফতার করে অন্যত্র নিয়ে যায়।