Thursday, February 6, 2025
বাড়িখবররাজ্যবিজনেস কনক্লেভে ৬০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে- শিল্প ও বাণিজ্য মন্ত্রী

বিজনেস কনক্লেভে ৬০০ কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা রয়েছে- শিল্প ও বাণিজ্য মন্ত্রী

রাজ্যে শিল্পকে সম্ভাবনাময় করে তুলে যুব সমাজকে শিল্পের প্রতি উৎসাহিত করার লক্ষ্যকে সামনে রেখে শুক্রবার থেকে শুরু হচ্ছে দুইদিন ব্যাপী বিজনেস কনক্লেভ। দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ১০০ জন শিল্পপতি এই কনক্লেভে যোগদান করবেন ।বিজনেস কনক্লেভে প্রায় ৬০০ কোটি টাকা বিনিয়োগের জন্য বিভিন্ন মৌ স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ।বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমা এই সংবাদ জানিয়েছেন।

শুক্রবার থেকে রাজধানীর একটি বেসরকারি হোটেলে দুই দিনের বিজনেস কনক্লেভ অনুষ্ঠিত হতে চলছে ।দুই দিনের এই বিজনেস কনক্লেভে দেশের বিভিন্ন রাজ্য থেকে প্রায় একশ জন শিল্পপতি অংশগ্রহণ করবেন। এই কনক্লেভের থিম রাখা হয়েছে : ডেস্টিনেশন ত্রিপুরা, ল্যান্ড অব অপরচুনিটি ।দুই দিনের এই বিজনেস কনক্লেভে শিল্পপতিদের সামনে তথ্যপ্রযুক্তি ,স্বাস্থ্য পরিষেবা ,পর্যটন ,শিক্ষা এবং স্কিল development এর বিষয়গুলি তুলে ধরা হবে। সংশ্লিষ্ট বিষয়গুলি নিয়ে বিভিন্ন সেশনে শিল্পপতিদের সামনে বিশদভাবে উপস্থাপনা করা হবে। বৃহস্পতিবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান রাজ্য সরকারের শিল্প ও বাণিজ্যমন্ত্রী সান্তনা চাকমা। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দপ্তরেরর সচিব কিরণ গিত্যে।সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্যমন্ত্রী জানান,কনক্লেভে বিভিন্ন শিল্পপতিদের সাথে প্রায় ৬০০ কোটি টাকার মৌ স্বাক্ষরিত হবে ।তিনি আরো জানান, ২০২০-২১ অর্থ বছর থেকে ২০২৪-২৫ অর্থবছর পর্যন্ত মোট ১৫৪টি ইউনিটে প্রায় 1600 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে ।তিনি আরো জানান ,শিল্পের প্রসারের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা হবে।

সাংবাদিক সম্মেলনে শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী আরো জানান, আগামী ৭ ফেব্রুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি তথি নড়সিংগড়ের টি আই টি তে রাজ্য সরকারের স্কিল ডেভেলপমেন্ট অধিদপ্তরের উদ্যোগে স্কিল উদয় তংনাই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন হবে ।এটি একটি ব্যতিক্রমধর্মী দক্ষতা উন্নয়ন কর্মসূচি যা রাজ্যের আশি হাজার স্কুলএবং কলেজগামী ছাত্র-ছাত্রীদের ক্ষমতায়ন, কর্মসংস্থান বৃদ্ধি এবং উদ্যোক্তা গঠনের লক্ষ্যের চালু করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

thirteen + four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য