Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যনেশা বিরোধী অভিযানে বড় সাফল্য মুঙ্গিয়াকামি থানার পুলিশের

নেশা বিরোধী অভিযানে বড় সাফল্য মুঙ্গিয়াকামি থানার পুলিশের

নেশা বিরোধী অভিযানে বড় সরো সাফল্য পেলো মুঙ্গিয়াকামি থানার পুলিশ। প্রতিদিনের মত রুটিন চেকআপে একটি দূরপাল্লার গাড়ি তল্লাশি চালিয়ে 100 প্যাকেটে 1331 কেজি গাঁজা উদ্ধার করল মুঙ্গিয়াকামি থানাধীন 41 মাইল এলাকার জাতীয় সড়ক থেকে আজ সকাল নাগাদ। প্রতিদিনের মতো আজ সকালেও জাতীয় সড়কের 41 মাইল এলাকায় নাকা চেকিংয়ে বসে থানার পুলিশ। আগরতলা থেকে বহি রাজ্যে যাবার জন্য HP 64 B 4535 নম্বরের একটি বনদপ্তর এর বাঁশের চারা বহনকারী লরিতে তল্লাশি চালায়। এমন সময় লরির চালক বনদপ্তর এর বাঁশের চারা বহনের বৈধ কাগজ দেখাতে পারেনি যার ফলে সন্দেহ আরও ঘনীভূত হয় পুলিশের । এমন সময় তল্লাশি চালিয়ে বাঁশের চারার নিচে শুকনো গাজার প্যাকেট দেখতে পায় পুলিশ। খবর দেওয়া হয় মহকুমা পুলিশ আধিকারিক সোনা চরণ জমাতিয়া কে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন সোনাচরণ জমাতিয়া। তিনি ঘটনার প্রত্যক্ষ করে খবর দেন খোয়াই জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীকে। বিপুল পরিমাণ গাঁজা উদ্ধারের ঘটনায় খবর পেয়ে কালবিলম্ব না করে ছুটে আসেন এস পি। সঙ্গে সঙ্গে আটক করা হয় গাড়ির চালক রবি কুমার কে। উদ্ধার হয় প্রায় 70 লক্ষাধিক মূল্যের শুকনো গাজা। এব্যাপারে লরি চালক রবিকুমার জানায় আগরতলার বাইপাস রোডে বাসের চারা গুলি লোড হয়েছিল কিন্তু গাড়িতে বিপুল পরিমাণে গাজা লোড হয়েছিল সে ব্যাপারে সে কিছুই জানেনা। তার বাড়ি হরিয়ানায় এবং লোড গাড়িটি মহারাষ্ট্রে যাওয়ার কথা। তবে সে জানায় গতকাল রাতেই এই গাড়িটি লোড হয়েছিল আগরতলার বাইপাস রোডে। তবে সূত্র মারফত খবর তেলিয়ামুড়া থানা এলাকায় ও গাড়িটিকে তল্লাশি চালানো হয়েছিল কোনএক অজ্ঞাত কারণে পুরোপুরি তল্লাশি না চালিয়ে গাড়িটি ছেড়ে দেয়। সেকারনেই ধরা পড়ে মুঙ্গিয়াকামি থানা এলাকায়। এ ব্যাপারে খোয়াই জেলার জেলা সুপার ভানুপদ চক্রবর্তী জানান এ ধরনের অভিযান জারি থাকবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

15 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য