Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যবড়দোয়ালী স্কুল মাঠে সরস্বতী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

বড়দোয়ালী স্কুল মাঠে সরস্বতী পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

এ বছরও বাগদেবীর আরাধনায় ৪০ ফুট উঁচু প্রতিমা গড়ে চমকের সৃষ্টি করেছে আগরতলা পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড। সরস্বতী পুজো উপলক্ষে বড়দোয়ালী স্কুল মাঠে আট দিনব্যাপী সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আগামী রবিবার এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা।

এবছরও বাগদেবীর আরাধনার আয়োজন করেছে আগরতলা পৌর নিগমের ৪০ নম্বর ওয়ার্ড ।এ বছর এই সরস্বতী পুজোর মূল আকর্ষণ ৪০ ফুট উচ্চতা সম্পন্ন প্রতিমা ।আগামী 2 ফেব্রুয়ারি রবিবার সন্ধ্যায় এই পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা ।৪০ ফুট উঁচু প্রতিমা নির্মাণ করছেন কুমারটুলির মৃৎশিল্পী তারক পাল ।সরস্বতী পুজোকে কেন্দ্র করে উদ্যোক্তারা আট দিনব্যাপী বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন ।শুক্রবার রাজধানীর বড়দোওয়ালী স্কুল মাঠে এক সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান ৪০ নম্বর ওয়ার্ডের পুজো কমিটির চেয়ারম্যান তথা প্রাক্তন কাউন্সিলর জয়ন্ত চৌধুরী। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার্ডের কর্পোরেটর শম্পা সরকার চৌধুরী ,যুব মোর্চার সভাপতি পদ্মনাভ সাহা সহ অন্যান্যরা। কমিটি চেয়ারম্যান জয়ন্ত চৌধুরী জানান ,৩ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন মহাপ্রসাদ বিতরণ করা হবে। ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান ।৫ ফেব্রুয়ারি পুজু প্রাঙ্গনে নটী বিনোদিনী যাত্রা পালার আয়োজন করা হয়েছে ।৬ ফেব্রুয়ারি বাউল সংগীতের আসর বসবে।৭ ফেব্রুয়ারি রয়েছে বাবা তারকনাথ ।৮ ফেব্রুয়ারি ৪০ নম্বর ওয়ার্ডের মা ও বোনের মধ্যে শঙ্খধ্বনি, উলুধ্বনি এবং মিউজিক্যাল বল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ৯ ফেব্রুয়ারি ৮ দিনের এই অনুষ্ঠানের সমাপ্তি হবে বলে জানান জয়ন্ত চৌধুরী।

উল্লেখ্য এবছর নিয়ে চতুর্থ বর্ষে পদার্পন করলো ৪০ নম্বর ওয়ার্ডের বাগদেবীর আরাধনা ।বাগদেবীর আরাধনা কে কেন্দ্র করে আয়োজিত অনুষ্ঠানগুলি সাফল্যমন্ডিত করে তুলতে কর্তৃপক্ষ সকলের সহযোগিতা কামনা করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

4 × 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য