ড্রাগস, সড়ক সুরক্ষা এবং ক্রেতা সাধারণের অধিকার সম্পর্কে যুব সমাজকে আরো বেশি সতর্ক হতে হবে ।রবিবার খাদ্য ও পরিবহন দপ্তরের উদ্যোগে রবীন্দ্র শতবার্ষিকীভবনে আয়োজিত এক আন্ত কলেজ কুইজ কম্পিটিশনে এই বার্তা দিলেন রাজ্যের রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু ,বিদ্যুৎ মন্ত্রী রতন লালনাথ, পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং বন মন্ত্রী অনিমেষ দেববর্মা ।পশ্চিম ত্রিপুরা জেলা এবং খোয়াই জেলা কে নিয়ে এই আন্তঃ কলেজ কুইজ কম্পিটিশন অনুষ্ঠিত হয়।
সোমবার রবীন্দ্র শতবার্ষিকীভবনে খাদ্য ও পরিবহন দপ্তর এর উদ্যোগে পশ্চিম জেলা এবং খোয়াই জেলা কে নিয়ে আন্তঃ মহাবিদ্যালয় কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।এই অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য , পরিবহন ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী ,বনমন্ত্রী অনিমেষ দেববর্মা ,শিল্প ও বাণিজ্য দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বৃশ কেতু দেববর্মা প্রমূখ ।এই অনুষ্ঠানের উদ্বোধন করে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন ,আজকের সময়ে ছাত্র-ছাত্রীদের ক্রেতা সাধারণের অধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকতে হবে। মনে রাখতে হবে ,যারা অর্থের বিনিময় পরিষেবা গ্রহণ করেন তারাই ক্রেতা ।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে গোটা বিশ্ব এবং আমাদের দেশে সড়ক দুর্ঘটনার তথ্য তুলে ধরেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তিনি জানান, বিশ্বে প্রতিবছর ১০ লক্ষ ৩৫ হাজার মানুষের সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় ।আহত হন আরো ২০ থেকে ৫০ লক্ষ মানুষ ।আমাদের দেশে ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় ১ লক্ষ ৭৮ হাজার মানুষের মৃত্যু হয়েছে ।মন্ত্রী আরো জানান, দেশে সড়ক দুর্ঘটনায় ৬০ শতাংশ মৃত ব্যক্তির বয়সই ১৮ থেকে ৩৪ বছরের মধ্যে। আমরা যদি একটু সতর্ক থাকি তবে যান সন্ত্রাসের হাত থেকে আমরা নিজেদের বাঁচিয়ে রাখতে পারি।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে খাদ্য পরিবহন এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী বলেন ,এই কুইজ প্রতিযোগিতায় সড়ক সুরক্ষা ড্রাগস এবং ক্রেতা সুরক্ষা এই তিনটি বিষয় রাখা হয়েছে। তিনি জানান ,আমরা মনে করি সচেতনতাই হচ্ছে এই তিনটি ভয়ানক বিষয় থেকে রেহাই পাওয়ার একমাত্র পথ।
বন এবং পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা জানান ,আমাদের জানা উচিত ক্রেতা সাধারণের অধিকার কি ।অনেক কলেজ ছাত্র-ছাত্রীদেরই দেখা যায় তারা বিভিন্ন কোম্পানির প্রস্তুত ঠান্ডা পানীয় ও অন্যান্য খাদ্য সামগ্রী খাচ্ছেন। কিন্তু এই খাদ্য সামগ্রী গুলির সময়সীমা এবং গুণমান রয়েছে কিনা বা সঠিক দাম রয়েছে কিনা সে সম্পর্কে তারা কোন খেয়াল রাখেন না।
এই কুইজ প্রতিযোগিতায় খোয়াই এবং পশ্চিম ত্রিপুরা জেলার বিভিন্ন মহাবিদ্যালয় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেন। কুইজ প্রতিযোগিতা কে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা ছিল লক্ষ্য করার মত।