Saturday, October 19, 2024
বাড়িখবররাজ্যএসসি কল্যাণ মন্ত্রী টিএসসিসিডিসি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করলেন।

এসসি কল্যাণ মন্ত্রী টিএসসিসিডিসি লিমিটেডের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করলেন।

রাজ্য সরকার এসসি সম্প্রদায়ের কল্যাণে আন্তরিকভাবে কাজ করছে বললেন এসসি কল্যাণ মন্ত্রী। এসসি সম্প্রদায়ের লোকেদের উন্নতির জন্য বিভিন্ন ধরণের পরিকল্পনা রয়েছে। কিন্তু সঠিক সচেতনতার অভাবে অনেকেই সেগুলি সম্পর্কে জানেন না, সেই কারণেই জনগণের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই প্রকল্পগুলির তথ্য সম্বলিত লিফলেট তৈরি করার জন্য দপ্তরের আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে, তফসিলি জাতি কল্যাণ মন্ত্রী ভগবান চন্দ্র। দাশ আজ সুপারিবাগানের দশরথ ভবনে ত্রিপুরা তফসিলি জাতি সমবায় উন্নয়ন নিগম লিমিটেডের বার্ষিক সাধারণ সভার উদ্বোধন করার পর। এসসি সম্প্রদায়ের মোট 115 জন ব্যক্তিকে বিভিন্ন উপায়ে স্বাবলম্বী হতে সহায়তা করার জন্য বার্ষিক সাধারণ সভায় মোট 2 কোটি 51 লাখ 13 হাজার টাকা ঋণ প্রদান করা হয়। 100 জনকে অটোরিকশা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে এসসি কল্যাণ মন্ত্রী ৪ জন সুবিধাভোগীর হাতে অটোরিকশার চাবি এবং ৫ জন সুবিধাভোগীর কাছে ঋণ অনুদানের কাগজ হস্তান্তর করেন। তিনি বলেন, বিগত সরকার করপোরেশনকে আর্থিকভাবে প্রতিবন্ধী করে রেখেছে। কর্পোরেশন বর্তমানে স্বচ্ছতার সাথে কাজ করছে। তিনি বলেন, সরকার আশা করছে এসব ঋণ সুবিধাভোগীদের স্বাবলম্বী হতে সহায়তা করবে। তিনি সুবিধাভোগীদের যথাসময়ে ঋণ পরিশোধের আহ্বান জানান। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন এসসি কর্পোরেশনের চেয়ারম্যান বিধায়ক রঞ্জিত দাস। তিনি বলেন, কাঁচা ও শুঁটকি ব্যবসার সঙ্গে যুক্ত চার হাজার ব্যক্তিকে ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এসসি কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সদস্য তুতন দাস এবং ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটির চেয়ারম্যান তাপস কুমার দাসও তাদের বক্তব্য রাখেন। বার্ষিক সাধারণ সভায় উপস্থিত ছিলেন বিধায়ক মিমি মজুমদার, এসসি কর্পোরেশনের পরিচালনা পর্ষদের সদস্য মিনাক্ষী দাস। স্বাগত বক্তব্য রাখেন এসসি কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক সন্তোষ দাস।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

7 + twenty =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য