Monday, February 17, 2025
বাড়িখবররাজ্যপ্রদেশ বিজেপি কার্যালয়ে নেতাজির জন্মজয়ন্তী পালিত

প্রদেশ বিজেপি কার্যালয়ে নেতাজির জন্মজয়ন্তী পালিত

বৃহস্পতিবার ২৩ শে জানুয়ারি, ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। সারাদেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদা সঙ্গে দিনটি পরাক্রম দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। সরকারি এবং বেসরকারি উদ্যোগে পালন করা হচ্ছে দিনটি। রাজধানী আগরতলার কৃষ্ণনগর এলাকার প্রদেশ বিজেপি কার্যালয়েও এই দিনটি উদযাপন করা হয়। এই উপলক্ষে এদিন সকালে ভারতের জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উত্তোলন করা হয়। সেই সঙ্গে নেতাজী সুভাষ চন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন উপস্থিত সকলে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সহ-সভাপতি তাপস ভট্টাচার্য, সদর শহরাঞ্চল সাংগঠনিক জেলা কমিটির সভাপতি অসীম ভট্টাচার্য, শেখ মোর্চার সভাপতি অসিত বরণ রায়, প্রদেশ সম্পাদক তাপস মজুমদার, রতন ঘোষ, অদিতি ভট্টাচার্য, প্রবীর রায় প্রমূখ। এদিনের এই কর্মসূচি সম্পর্কে তাপস ভট্টাচার্য বললেন, সারা দেশ এমনকি বিশ্বের অন্যান্য জায়গাতেও নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনটিতে পরাক্রম দিবস হিসেবে উদযাপন করা হচ্ছে। স্বাধীনতার সংগ্রামে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। তাই প্রদেশ বিজেপির তরফে তাকে শ্রদ্ধা জানানো হয়। রাজধানী আগরতলার প্রদেশ বিজেপি কার্যালয়ের পাশাপাশি সহ প্রতিটি বুথ স্তরেও এই দিনটি উদযাপন করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

eight − 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য