Monday, January 20, 2025
বাড়িখবররাজ্যবিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন গৌরাঙ্গ ভৌমিক নাম ঘোষণা...

বিজেপির সদর গ্রামীণ জেলা সভাপতি হিসেবে নির্বাচিত হলেন গৌরাঙ্গ ভৌমিক নাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

ভারতীয় জনতা পার্টির সদর গ্রামীণ জেলার সভাপতি হিসেবে নির্বাচিত হলেন গৌরাঙ্গ ভৌমিক। সোমবার খয়েরপুরস্হিত বিজেপির সদর গ্রামীণ জেলা কার্যালয়ে নবনির্বাচিত জেলা সভাপতির নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ,প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্যরা

ভারতীয় জনতা পার্টির দেশব্যাপী সাংগঠনিক নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে। এই নির্বাচন প্রক্রিয়ার অঙ্গ হিসেবে সোমবার রাজ্যের দশটি সাংগঠনিক জেলার নবনির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হয়। এই নাম ঘোষণায় সদর গ্রামীণ জেলা বিজেপি সভাপতিির নাম ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। সোমবার সকালে খয়েরপুরের বিজেপির সদর গ্রামীণ জেলা কার্যালয়ে নবনির্বাচিত সদর গ্রামীণ জেলার সভাপতির নাম ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী ,প্রাক্তন বিজেপি বিধায়ক কৃষ্ণ ধন দাস সহ অন্যান্যরা ।এই কর্মসূচি প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা জানান ,ভারতীয় জনতা পার্টি অন্যান্য রাজনৈতিক দলগুলি থেকে সম্পূর্ণ পৃথক। গত চার মাস ধরে এই দলের নির্বাচন পর্ব চলছে। বুথ স্তর থেকে শুরু হয়েছে এই নির্বাচন পর্ব ।এরপর হয়েছে মন্ডল কমিটির সভাপতি নির্বাচন। আজ এক যুগে রাজ্যের দশটি সাংগঠনিক জেলার নির্বাচিত জেলা সভাপতিদের নাম ঘোষণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, এই ধরনের স্বচ্ছ ভাবে সাংগঠনিক নির্বাচন অন্য কোন রাজনৈতিক দলে হয় বলে জানা নেই তার।

এদিন এই কর্মসূচিতে বিজেপি দলের প্রদেশ কমিটির সেক্রেটারি তথা DRO মিহির সরকার মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহার হাতে নবনিযুক্ত সভাপতির নাম সম্মিলিত একটি খাম তুলে দেন। মুখ্যমন্ত্রী সবার সামনে এই কাম খুলেন এবং সদর গ্রামীন জেলা কমিটির নবনির্বাচিত সভাপতি হিসেবে গৌরাঙ্গ ভৌমিকের নাম ঘোষণা করেন। সাথে সাথে কার্যালয়ে উপস্থিত বিজেপি কর্মী সমর্থকরা করতালি এবং স্লোগান দিতে শুরু করেন ।নবনির্বাচিত সদর গ্রামীণ জেলা বিজেপি সভাপতি পূর্বে মজলিশপুর মন্ডল কমিটির সভাপতি ছিলেন ।তিনি বর্তমানে সদর গ্রামীণ জেলা বিজেপি সভাপতি অসিত রায়ের স্থলাভিষিক্ত হলেন।

এই কর্মসূচি উপলক্ষে বিজেপির নবনির্বাচিত সদর গ্রামীণ জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক কে অভিনন্দন এবং শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী ।তিনি জানান ,সদর গ্রামীণ জেলার অধীনে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখন থেকে এই সাতটি বিধানসভা কেন্দ্রের সাংগঠনিক কাজ পরিচালনা করবেন নবনির্বিত জেলা সভাপতি। তাকে সবাই মিলে সহযোগিতা করবেন।

প্রসঙ্গত উল্লেখ্য যে গত চার মাস আগে ভারতীয় জনতা পার্টির এই সাংগঠনিক নির্বাচন পর্ব শুরু হয়েছে। সাংগঠনিক পর্ব ২০২৪ অনুসারে সারাদেশে বিজেপি ১০ কোটির বেশি সদস্যকে দলে অন্তর্ভুক্ত করেছে ।রাজ্যে এই পর্যায়ে ১২ লক্ষের উপর সদস্য অন্তর্ভুক্ত করা হয়েছে। এদিন জেলা কমিটির নির্বাচন সম্পন্ন হল। এরপর শুরু হবে রাজ্য কমিটির সভাপতি নির্বাচন। এরপর ফেব্রুয়ারি মাসের ১০ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ।তবে আসন্ন দিল্লি বিধানসভা নির্বাচনের পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে ধারনা করছে বিভিন্ন রাজনৈতিক তথ্যভিজ্ঞ মহল।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

13 + 1 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য