Tuesday, March 25, 2025
বাড়িখবররাজ্যঘোষিত হল ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচিত জেলা সভাপতিদের তালিকা

ঘোষিত হল ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচিত জেলা সভাপতিদের তালিকা

সোমবার ঘোষিত হল ত্রিপুরা প্রদেশ বিজেপি নির্বাচিত জেলা সভাপতিদের তালিকা। সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে কুশাভাউ ভবন থেকে এই তালিকা প্রকাশ করেছেন প্রদেশ প্রভারী ডা রাজদীপ রায়। প্রকাশিত তালিকা অনুযায়ী সদর গ্রামীণ জেলা সভাপতি পদে নির্বাচিত হলেন গৌরাঙ্গ ভৌমিক, সদর শহর জেলা সভাপতি পদে পুনরায় নির্বাচিত হলেন অসীম ভট্টাচার্য্য, গোমতী জেলা সভাপতি হলেন সবিতা নাথ, খোয়াই জেলা সভাপতি হলেন বিনয় দেববর্মা।একইভাবে সিপাহীজলা জেলা (উত্তর) সভাপতি পদে নির্বাচিত হলেন বিপ্লব চক্রবর্তী, সিপাহীজলা (দক্ষিণ) জেলা সভাপতি হলেন উত্তম দাস, ঊনকোটি জেলা সভাপতি হলেন বিমল কর, উত্তর ত্রিপুরা জেলা সভাপতি কাজল কুমার দাস, দক্ষিণ ত্রিপুরা ( পিলাক) জেলা সভাপতি হলেন দীপায়ন চৌধুরী এবং ধলাই জেলা সভাপতি হলেন পতিরাম ত্রিপুরা। এদিন তালিকা ঘোষণার পর প্রদেশ প্রভারী ডা রাজদীপ রায় নির্বাচিত জেলা সভাপতিরা দলকে মজবুত করতে এবং সবকা সাথে – সবকা বিকাশ – সবকা প্রয়াস – সবকা বিশ্বাসকে সাথে নিয়ে রাজ্যকে শ্রেষ্ঠতর করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা ব্যক্ত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

seven + nine =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য