Wednesday, February 5, 2025
বাড়িখবররাজ্যদ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো টিপিটিএল

দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করলো টিপিটিএল

চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের মধ্যে পরিষেবা অব্যাহত রাখার আরেক নাম ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেড বা টিপি টি এল। রবিবার এই সংস্থার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে এই কথা বললেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং ।অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিপিটিল এর জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা।, রক্তদান শিবিরে মোট ৭৫ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন।

ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের দ্বিতীয় বর্ষপূর্তি হল ।এই উপলক্ষে রবিবার উড়জা ভবনে পতাকা উত্তোলন করেন রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা পাওয়ার ট্রান্সমিশন লিমিটেডের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা। দ্বিতীয় বর্ষ পূর্তি উপলক্ষে রবিবার এক রক্তদান শিবিরের আয়োজন করে টিপিটিএল কর্তৃপক্ষ ।এই রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিদ্যুৎ দপ্তরের সচিব অভিষেক সিং ।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎ দপ্তরের সচিব বলেন, দপ্তরের তিনটি সিস্টার অর্গানাইজেশনের মধ্যে সবচেয়ে বেশি সক্রিয় টিপিটিএল ।এই সংস্থার কর্মীদের সর্বদাই সর্তকতার সাথে কাজ করতে হয়। সব সময় তাদের কাছে একটা চ্যালেঞ্জ থাকে। সাইক্লোন, বন্যা বা দূর্গা পুজো প্রবৃত্তি ক্ষেত্রে পরিবার-পরিজনদের দুরে রেখে কর্মীরা পরিষেবা প্রদানে ব্যস্ত থাকেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিপিটিএলের জেনারেল ম্যানেজার রঞ্জন দেববর্মা। তিনি বলেন ,বিদ্যুৎ পরিষেবা প্রদানই তাদের প্রধান কাজ। এর পাশাপাশি সামাজিক দায়িত্ব পালনেও তারা ভূমিকা পালন করেন ।এরই অঙ্গ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে বলে জানান তিনি। এই রক্তদান শিবিরে সংস্থার ৭৫ জন কর্মী স্বেচ্ছায় রক্ত দান করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × four =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য