জানা যায় রবিবার বটতলা বাজার এলাকার বাসিন্দা অরিন্দম চক্রবর্তীর ভাড়া দেওয়া দুটি ঘর ও প্লাস্টিকের গোডাউন এর মাঝে জমাট হওয়া আবর্জনায় জ্বলন্ত সিগারেট বা বিড়ির কারণে সেখানে আগুন লেগে যায়। এই ঘটনা প্রত্যক্ষ করে এলাকাবাসী খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরে , খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন। এদিনের ঘটনা প্রসঙ্গে এক দমকল কর্মী সংবাদ মাধ্যমকে জানান রবিবার সকালে অগ্নি নির্বাপক দপ্তরে খবর আসে যে বটতলা বাজারে আগুন লেগেছে বলে , সঙ্গে সঙ্গে সেখানে ছুঁটে যায় দমকল কর্মীরা এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় , ক্ষয়ক্ষতি কিছুই হয়নি , সঠিক সময়ে খবর দেওয়া এবং আসার কারণেই আজ ভয়াবহ অগ্নিকান্ড থেকে রক্ষা পেয়েছে বলে জানিয়েছেন তিনি।