কাজল এস্ট্রোলোজিকাল রিসার্চ সোসাইটি ও সনাতন জ্যোতিষ কলেজের যৌথ উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল নবগ্রহ যজ্ঞ সমাবেশ। রবিবার সরকারি ছুটির দিনে অনুষ্ঠিত হয় রাজধানীর দূর্গা বাড়িতে। এই অনুষ্ঠানটি মূলত রাজ্য ও রাজ্যের মানুষের মঙ্গল কামনায় এবং যারা গ্রহের নানা দোষে জর্জরিত রয়েছেন কিন্তু অর্থের অভাবে তার সঠিক উপায় করতে পারছেন না সামাজিক কর্মসূচির অঙ্গ হিসাবে তাদেরকে সহযোগিতা করায় হল এই যজ্ঞের মূল লক্ষ্য। এদিন সংবাদ মাধ্যমকে সংস্থার এক সদস্য জানান রাজ্যে এমন পরিবারও রয়েছে যারা গ্রহ জনিত বহু সমস্যায় ভুগছেন কিন্তু এই নবগ্রহ যজ্ঞে প্রচুর টাকার প্রয়োজন সেজন্য এরা এই যজ্ঞ করতে অক্ষম , তাদের দিকে সহযোগিতার বাড়ানো এবং রাজ্য ও রাজ্যবাসীর মঙ্গল কামনায় প্রতি বছরের ন্যায় এবারও যজ্ঞের আয়োজন বলে। এদিনের যজ্ঞানুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠিয়া বাবা সদানন্দ মহারাজ জ্যোতিষ প্রণব শেখর চৌধুরী জ্যোতিষ স্যমল আচার্য, জ্যোতিষ বিপ্লব আচার্জি জ্যোতিষ যাবৎ প্রসাদ ঘোষসহ অন্যান্যরা।