শুক্রবার আমরা বাঙালির ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষ থেকে রাজ্যে বাঙালির জাতীয়তাবাদী আন্দোলনের প্রথম দধীচি শহীদ নিতাই শীলের শহীদান দিবস উদযাপন করা হয় আমরা বাঙালি ত্রিপুরা রাজ্য কমিটির কার্যালয়ের সামনে। এদিন সংবাদমাধ্যমের সামনে বক্তব্য রাখতে গিয়ে আমরা বাঙালি রাজ্য কমিটির সচিব ১৯৭৯ সালে ১৭ই জানুয়ারী বিশ্রামগঞ্জে পুলিশের গুলিতে নিহত আমরা বাঙালী কর্মী নিতাই শীলের হত্যাকারীর উপযুক্ত শাস্তি ও ৮০ জুনের গণহত্যার বিচার বিভাগীয় তদন্তসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপত্তা দিয়ে স্বস্থানে পুনর্বাসনের ব্যবস্থার দাবী রাখেন। এছাড়াও এদিন তিনি আরো বলেন বর্তমান পরিস্থিতিতে আমরা বাঙালী ত্রিপুরা রাজ্য কমিটি মন্ত্রী, এমএলএ-দের সম্প্রতি ঘোষিত অযৌক্তিক বেতন-ভাতা বৃদ্ধির তীব্র বিরোধী। আমরা চাই, যতশীঘ্র সম্ভব বিজেপির ২০১৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন, দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, রাজোর ১০০ শতাংশ মানুষের কর্মসংস্থানের জনো ব্লকভিত্তিক উন্নয়ণ পরিকল্পনা গ্রহণ করার। কেননা বিজেপি শাসনের এই ছয় বছরে কর্মসংস্থানের অভাবে ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির লাগামহীন মূল্য বৃদ্ধির ফলে রাজ্যের বেকার, শ্রমজীবি থেকে সাধারণ মানুষের বেঁচে থাকা এখন দায় হয়ে দাঁড়িয়েছে। বস্তুতঃ এরাজ্যের বিজেপি সরকারের বেকার-শ্রমজীবিদের বেঁচে থাকার মৌলিক দাবীগুলি উপেক্ষা করে শুধু মন্ত্রী, এমএলএ-দের বেতন-ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত ‘তেলা মাথায় তেল দেওয়া’ ছাড়া আর কিছুই নয় বলে অভিমত ব্যক্ত করেন তিনি।