Saturday, October 18, 2025
বাড়িখবররাজ্যসোনামুড়া টাউন হলে শিক্ষা সচেতনতা প্রচার

সোনামুড়া টাউন হলে শিক্ষা সচেতনতা প্রচার

ত্রিপুরা ওয়াকফ বোর্ডের উদ্যোগে গতকাল সোনামুড়া টাউন হলে একটি শিক্ষামূলক সচেতনতা প্রচারাভিযান অনুষ্ঠিত হয় যাতে মুসলিম পরিবারের শিশুরা মানসম্মত শিক্ষা পেতে পারে। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয় দাস দত্ত। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে ত্রিপুরাসহ শিক্ষা, স্বাস্থ্য, সংযোগ ইত্যাদির মতো বিভিন্ন খাত। রাজ্য সরকারের লক্ষ্য সংখ্যালঘু সম্প্রদায়ের শিশুদের শিক্ষা নিশ্চিত করা। মেয়েরা সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অভিযানে তিনটি মাদ্রাসা বিদ্যালয়ে কম্পিউটার ও প্রিন্টার বিতরণ করা হয়। সম্প্রতি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ জেলার ছয়জন মুসলিম ছাত্রীকে 10 হাজার টাকা মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৭২ জন ছাত্রীকে নগদ ২ হাজার টাকা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ৩২ ছাত্রীকে নগদ ৩ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। প্রচারে উপস্থিত অন্যরা ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন শারদা চক্রবর্তী, ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান বি কে আগরওয়াল এবং ত্রিপুরা মাধ্যমিক শিক্ষা বোর্ডের সভাপতি ভবতোষ সাহা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

five + five =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য