Tuesday, January 14, 2025
বাড়িখবররাজ্যদাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি- গুকেশকে অভিনন্দন জানালো রাজ্য বিধানসভা

দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি- গুকেশকে অভিনন্দন জানালো রাজ্য বিধানসভা

কনিষ্ঠতম দাবারু হিসেবে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে খেতাব জিতে ইতিহাস সৃষ্টিকারী ভারতীয় দাবারু ডি গুকেশকে অভিনন্দন জানালো রাজ্য বিধানসভা। এদিন বিধানসভায় সংশ্লিষ্ট বিষয়ে একটি ধন্যবাদ সূচক প্রস্তাব আনেন ক্রীড়া মন্ত্রী টিঙ্কু রায় ।বিধানসভায় প্রস্তাবটি তিনি পড়ে শোনান তিনি । পরে প্রস্তাবটি ধনী ভোটে গৃহীত হয়।

বিশ্ব দাবা প্রতিযোগিতায় চীনের ডিং লিরেনকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন করেন ভারতীয় দাবারু ডি গুকেশ । ইতিহাসে কনিষ্ঠতম বিশ্ব চ্যাম্পিয়ন হন তিনি। গাড়ি কাসপারভের রেকর্ড ভেঙ্গে দেন এই বিস্ময় বালক। মাত্র ১৮ বছর ৮ মাস ১৪ দিন বয়সে দাবায় বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জন খেতাব বর্জন করায় রাজ্য বিধানসভা অভিনন্দন জানিয়েছে ডি গুকেশকে।এদিন বিধানসভায় রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিংকু রায় সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিনন্দন জ্ঞাপন সূচক প্রস্তাব উত্থাপন করেন ।প্রস্তাবটি তিনি পড়ে শোনান ।মন্ত্রী জানান মাত্র 18 বছর বয়সে সর্বকনিষ্ঠ দাবারু হিসেবে দাবায় বিশ্ব জয় করায় রাজ্য বিধানসভা ডি গুকেশের জন্য গর্বিত ।এর জন্য বিধানসভা ডি-গোকেশকে শুভেচ্ছা জ্ঞাপন করছে ।তিনি আরো জানান ,২০০৬ সালে চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন ডি গুকেশ। মাত্র 5 বছর বয়সে তিনি গ্র্যান্ডমাস্টার উপাধি লাভ করেন। ক্রীড়া মন্ত্রী আরো জানান ,দাবারু ডি- গুকেশের বিরাট জয়ে দেশবাসীর সাথে রাজ্যবাসীও গর্বিত।

এদিন ক্রীড়া মন্ত্রী কর্তৃক আনীত এই অভিনন্দন জ্ঞাপন প্রস্তাবটি বিধানসভায় ধ্বনি ভোটে গৃহীত হয়,। প্রসঙ্গত উল্লেখ্য যে, দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ায় তামিলনাড়ুর পর রাজ্যই প্রথম যে দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন ডি- গুকেশের প্রতি অভিনন্দন জ্ঞাপন করলো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

four × 4 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য