স্বামী বিবেকানন্দের জন্ম দিবস তথা জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে বিবার রাজধানীতে এক সাইকেল র্যালির আয়োজন করল টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলা শাখা ।এদিন সকালে উমাকান্ত একাডেমি প্রাঙ্গণ থেকে শুরু হয় এই বিবেক যাত্রা শীর্ষক সাইকেল র্যালি। এর সূচনা করেন টেকনো কলেজ অব ইঞ্জিনিয়ারিং আগরতলা শাখার অধ্যক্ষ। সাইকেল রেলিটি উমাকান্ত একাডেমির সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে স্বামী বিবেকানন্দ স্টেডিয়ামে গিয়ে সমাপ্ত হয়।সাইকেল রেলি থেকে স্বামী বিবেকানন্দের মিশন কে সফল করে তুলতে যুব শক্তির নিকট আহ্বান জানানো হয়।