Thursday, January 16, 2025
বাড়িখবররাজ্যপ্রতাপগড়ের ব্রাইট ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিনের অনুষ্ঠান শুরু

প্রতাপগড়ের ব্রাইট ক্লাবের ৫০ বছর পূর্তি উপলক্ষে দুদিনের অনুষ্ঠান শুরু

পঞ্চাশ বছরে পদার্পণ করল প্রতাপগড় লোকনাথ চৌমুহনী সংলগ্ন ব্রাইট ক্লাব। ক্লাবের ৫০ তম বর্ষপূর্তি উপলক্ষে দুদিন ব্যাপী কর্মসূচি শনিবার থেকে বসে আঁকো প্রতিযোগিতার মধ্য দিয়ে শুরু হয়েছে ।কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস ,ক্লাব সভাপতি ও সম্পাদকসহ অন্যান্যরা।

পূর্ব প্রতাপগড় লোকনাথ চৌমুহনী স্থিত প্রতাপগড় ব্রাইট ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্লাবের উদ্যোগে দুদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এরই অঙ্গ হিসেবে শনিবার ক্লাব প্রাঙ্গণে এক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিন কচিকাঁচাদের উৎসাহ প্রদানের লক্ষ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস এবং ক্লাব সভাপতি ও ক্লাব সম্পাদক সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখী হয়ে দুদিন ব্যাপী আয়োজিত বিভিন্ন কর্মসূচি নিয়ে বিস্তারিত তুলে ধরেন ক্লাব সম্পাদক জানান, ক্লাবের ৫০ তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে একাধিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এর অঙ্গ হিসেবে কচিকাঁচাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও নেশার বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে সন্ধ্যায় এক বিশেষ নাটকের আয়োজন করা হয়েছে। পাশাপাশি রবিবার সকালে পতাকা উত্তোলন ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে মূল কর্মসূচির সূচনা হবে। যার মধ্যে রয়েছে স্বাস্থ্য শিবির,দুঃস্থদের বস্ত্র বিতরণ এবং ক্লাবের প্রতিষ্ঠাতাদের সম্মাননা প্রদান। এই কর্মসুচিকে কেন্দ্র করে উপস্থিত থাকবেন সাংসদ রাজিব ভট্টাচার্য, আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত এবং এলাকার বিশিষ্ট সমাজসেবী স্বপ্না দাস সহ অন্যান্যরা বিশিষ্টজনেরা।

এদিনের এই বসে আঁকো প্রতিযোগীতাকে কেন্দ্র করে কচিকাঁচাদের মধ্যে উৎসাহ ছিলো লক্ষ্যনীয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

one × 5 =

- Advertisment -spot_img

জনপ্রিয় খবর

সাম্প্রতিক মন্তব্য